ওয়ালটন মোবাইলের মূল্য ও মডেল ২০২৪

ওয়ালটন মোবাইলের মূল্য ও মডেল ২০২৪


সূচীপত্রঃওয়ালটন মোবাইলের মূল্য । আমাদের দেশীয় মোবাইল হিসেবে বর্তমানে ওয়ালটন মোবাইল খুবই সুপরিচিত। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এই ওয়ালটন কোম্পানি তৈরী করে আসছেন অনেকদিন ধরে। স্মার্ট ফোন ও বাটন মোবাইলের পাশাপাশি কম্পিউটার ও তৈরি করে ইলেক্ট্রনিক্স জগতে খুব বড় একটা আসর তৈরী করেছে এই কোম্পানিটি।

সব বাদ দিয়ে আমরা এখন শুধু ওয়ালটন মোবাইলের মূল্য নিয়ে কথা বলবো। মোবাইল প্রায় সবার হাতে হাতে দেখা যায় বলে, এখন মোবাইলের দুনিয়ায় আমাদের দেশীয় পণ্য হিসেবে আমরা এগিয়ে যাব মোবাইলের বার্তা নিয়ে।


তাছাড়া ও থাকছে ওয়ালটন বাটন মোবাইল দাম ২০২৪, ওয়ালটন মোবাইল 4000 টাকা দিয়ে কি মোবাইল পাওয়া যাচ্ছে সেই কথা থাকবে এবং Primo S7 ওয়ালটন মোবাইল মডেল ও দাম কত ও নতুন ওয়ালটন মোবাইল 2024 নিয়ে ও আলোচনা করার চেষ্টা করবো। 

ওয়ালটন বাটন মোবাইল দাম ২০২৪


ওয়ালটন এটি এখন একটি ব্র্যান্ড, বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড, বাটন মোবাইলের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রেখেছে। এর সাথে ভালো মানের ফিচার সমৃদ্ধ স্মার্ট ফোনের ও তকমা দেখিয়েছেন ওয়ালটন কোম্পানিটি । 


বাটন মোবাইলের কথা বেশি বলার কারণ হচ্ছে, প্রায় প্রতিটি মানুষের মধ্যে এখন একটি স্মার্ট ফোনের বিপরীতে বাটন মোবাইল দেখতে পাবেন, যা সহজে কথা বলার জন্যে ব্যবহৃত হয় যেন স্পষ্ট কথা বলতে ও চার্জের সুবিধা উপভোগ করতে পারে।  


তাই সাশ্রয়ী দামে ও সহজে হাতের নাগালে রয়েছে এই কারণে এখন দেশের একটি বড় অংশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে ওয়ালটন কোম্পানির বাটন মোবাইল। ২০২৪ সালে ওয়ালটনের বাটন মোবাইলের দাম এবং ফিচার নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি হয়েছে। 


ওয়ালটন কোম্পানি প্রায় সব সময়ই গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী মোবাইল তৈরি করে থাকে। হাতের নাগালে পাওয়ার ক্ষেত্রে কোম্পানিটি ২০২৪ সালে ওয়ালটনের বাটন মোবাইলগুলোর দাম সাধারণত ১,০০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে থাকছে। 


এই মূল্যসীমার মধ্যে ওয়ালটনের বেশ কয়েকটি মডেল রয়েছে, যেমন প্রিমো ফিচার ফোন সিরিজ এবং অলরাউন্ডার সিরিজ। প্রতিটি মডেলের ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, এবং ফিচার ব্যবহারকারীদের জন্য দারুণ সুবিধাজনক।  


যারা স্মার্টফোন ব্যবহার করতে চান না বা শুধুমাত্র একটি সেকেন্ডারি ফোন খুঁজছেন, তাদের জন্য ওয়ালটনের বাটন ফোন আদর্শ। ২০২৪ সালের নতুন মডেলগুলোতে রয়েছে উন্নতমানের ব্যাটারি, শক্তপোক্ত কাঠামো, এবং সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস। কিছু মডেলে ওয়্যারলেস এফএম রেডিও এবং এলইডি টর্চ লাইটের মতো ফিচারও যোগ করা হয়েছে।  


তবে ওয়ালটন কোম্পানির কাছে স্মার্ট মোবাইলের খুবই সমাহার রয়েছে ভালো ফিচার সমৃদ্ধ, যা এখন বাংলাদেশের মানুষের কাছে হাতে হাতে পৌঁছে দিচ্ছে। এককথায় মানুষের মনে স্থান করে নিয়েছে ওয়ালটন কোম্পানি। স্মার্ট ফোন গুলি ভালো মানের এবং ভালো দামের ও পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ মার্কেট বা মোবাইলের দোকান গুলিতে।  


সাশ্রয়ী মূল্য ও দীর্ঘস্থায়ীতার কারণে ওয়ালটনের বাটন ফোন বাংলাদেশি গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য পছন্দ। ২০২৪ সালে বাজারে আসা নতুন মডেলগুলো পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় আরও আপডেটেড এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।  

ওয়ালটন মোবাইল 4000 টাকা


ওয়ালটন মোবাইলের মূল্য এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যা মানুষের হাতের নাগালেই পেয়ে যাবেন। তবে ওয়ালটন মোবাইল 4000 টাকার ভিতরে পাওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করেছেন অনলাইনে। 


এই ডিজিটাল যুগে আমাদের দেশে, যদিও অনেক দরিদ্র ও নিম্নবিত্ত্ব মানুষ রয়েছে যাদের ইচ্ছা, ওয়ালটন মোবাইল 4000 টাকা মূল্যের মধ্যে মোবাইল খুঁজে থাকে। 


তাই আমরা ওয়ালটন মোবাইল 4000 টাকার মধ্যে বেশি ভালো নাহলেও মোটামুটি শখ পূরণ হওয়ার মত কিছু মডেল ওয়ালটন কোম্পানি এনেছেন বাজারে। আমরা সেই মডেলগুলি নিয়ে আলোচনা করছি আপনারা চাইলে সেইগুলি কিনতে পারেন। 

ওয়ালটন মোবাইল ৪০০০ টাকার মধ্যে কিছু অসাধারণ মডেল  


ধীরে ধীরে বাংলাদেশের মোবাইল প্রেমীদের কাছে ওয়ালটন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড। কারণ হাতের নাগালে আনার জন্যে এই দেশীয় কোম্পানিটি তাদের মোবাইল ফোনগুলো সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচার অফার করে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গ্রাহকদের চাহিদা পূরণ করে। বিশেষ করে ৪০০০ টাকার মধ্যে ওয়ালটনের মোবাইল ফোনগুলো দারুণ জনপ্রিয়।  

Walton Primo RX 

৪০০০ টাকার মধ্যে Walton Primo RX মডেলগুলো একটি সবার পছন্দ হওয়ার মত। কারণ সরূপ বলা যায় উন্নতমানের ডিসপ্লে, স্থায়ী ব্যাটারি, এবং ভালো মানের ক্যামেরা। দৈনন্দিন কাজের জন্য এই ফোনগুলো বেশ উপযোগী।  

Walton Feature Phone ( ওয়ালটন ফিচার ফোন )

 

যারা ওয়ালটন মোবাইল 4000 টাকার মধ্যে স্মার্টফোনের চেয়ে সহজে ব্যবহারযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য ওয়ালটনের ফিচার ফোনগুলো আদর্শ। ৪০০০ টাকার মধ্যে ওয়ালটন বেশ কিছু ফিচার ফোন অফার করে, যার মধ্যে রয়েছে বড় ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্ট, ওয়্যারলেস এফএম রেডিও এবং টর্চলাইট।  

ওয়ালটন অলরাউন্ডার সিরিজ

  

ওয়ালটন কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইলে বাজারে এনেছেন। কিছু  সিরিজ সাশ্রয়ী দামের মধ্যে ভালো পারফরম্যান্সের জন্য পরিচিত। তার মধ্যে রয়েছে ভালো প্রসেসর, বেশিক্ষন ব্যাটারি ব্যাকআপ এবং প্রয়োজনীয় সব বেসিক ফিচার।  


ওয়ালটনের ৪০০০ টাকার মধ্যে ফোনগুলো শুধুমাত্র সাশ্রয়ী নয়, বরং দীর্ঘস্থায়ী ও ব্যবহারকারীবান্ধব। যারা সীমিত বাজেটে একটি ভালো ফোন খুঁজছেন, তাদের জন্য এই মডেলগুলো হতে পারে সেরা পছন্দ।

Primo S7 ওয়ালটন মোবাইল মডেল ও দাম


ওয়ালটন কোম্পনিটি মানুষের মনের মত কিছু স্মার্টফোন বাজারে এনেছেন যা খুবই সজলভ্য এবং খুবই নাম করেছে বর্তমান বাংলাদেশের বাজারে। তার মধ্যে Primo S7 ওয়ালটন মোবাইলটি খুবই জনপ্রিয়। তাই এই মোবাইল নিয়ে মানুষের মধ্যে খুবই জানার আকাঙ্খা জন্মেছে । চলুন তাহলে এই Primo S7 ওয়ালটন মোবাইল মডেল ও দাম সম্পর্কে জেনে আসি। 


Walton Primo S7 একটি মনের মত স্মার্টফোন, যেটি খুবই সাশ্রয়ী দাম ও চমৎকার ফিচার নিয়ে বাজারে আগুয়ান হয়েছে। যদিও এই স্মার্টফোনটি ২০১৯ সালের জুলাই মাসে বাজারে এসেছে, কিন্তু এখনো তার জনপ্রিয়তা রয়েছে খুবই। 


Primo S7 স্মার্টফোন ৩ জিবি RAM এবং ৩২ জিবি স্টোরেজর এই মোবাইল ফোনটি  ১৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আবার অন্যদিকে, ১৫,৬৯৯ টাকায় ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজের একটি ভ্যারিয়েন্টও পাওয়া যায়। এই দুটি ভ্যারিয়েন্টই বর্তমান বাজারেও খুবই চমৎকার ভাবে চলছে। ওয়ালটন মোবাইলের মূল্য হিসেবে এই মডেলটি তেমন বেশি দাম বলা যায় না । 


এই Primo S7 ওয়ালটন মোবাইল ফিচার নিয়ে কথা বলতে হলে বলতে হয় কেই মোবাইলের ডিসপ্লে 6.26 ইঞ্চি এবং আইপিএস LCD, যা 720 x 1520 পিক্সেল রেজোলিউশন পর্যন্ত কাভার করে। এর স্ক্রিন-টু-বডি অনুপাত ৮৮%, যা ভিডিও দেখার বা গেম খেলার ক্ষেত্রে খুবই আনন্দ দিয়ে থাকে । ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে 2.5D কার্ভড গ্লাস।  


যদি এই মোবাইলের বা এই মডেল এর পারফরম্যান্সের কথা বলতে যায় তাহলে MediaTek Helio A22 চিপসেট এবং ২.০ GHz অক্টা-কোর প্রসেসর Primo S7 কে দ্রুত এবং স্মুথ কর্মক্ষমতা প্রদান করে। PowerVR GE8320 GPU থাকায় হালকা গেমিং অভিজ্ঞতা খুবই ভালো দিয়ে থাকে। 


Primo S7 এর ক্যামেরা সেগমেন্ট অসাধারণ। পিছনের দিকে রয়েছে ১২ MP, ১৩ MP (আল্ট্রাওয়াইড), এবং ২ MP (ডেপথ সেন্সর) সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনের দিকে রয়েছে ১৬ MP সেলফি ক্যামেরা, যা এই দামের জন্যে মানুষের মনের খুবই প্রভাব ফেলার মত।  


৩৯০০ mAh ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করে। এতে ডুয়াল সিম, ৪জি সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারও রয়েছে।  

ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম ২০২৪


ওয়ালটন মোবাইলের মূল্য সম্পর্কে বলতে বলতে এখন ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম ২০২৪ নিয়ে আমরা কথা বলার চেস্টা করবো।  যেহেতু ওয়ালটন মোবাইল দেশীয়, সেহেতু দেশীয় মোবাইল কোম্পানি হিসেবে নিজের দেশের মানুষ সুবিধা পাবে না তা কি কখনো হয় ?


হ্যা ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম ২০২৪ সম্পর্কে আমরা বলার চেষ্টা করবো। কারণ পার্শবর্তী দেশ ভারতেও কিস্তির মাধ্যমে মোবাইল নেওয়ার সুযোগ রযেছে। আমাদের দেশে কেন এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে।  


হ্যা আমাদের দেশে ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম ২০২৪ সম্পর্কে আমরা কিছু নিয়মের কথা বলার চেষ্টা করবো, যা খুবই প্রয়োজনীয়। 


  • মোবাইল কেনার ক্ষেত্রে নগদে আপনাকে ৪০ শতাংশ প্রথমে পরিশোধ করতে হবে এর বাকি টাকা মাসিক কিস্তিতে প্রদান করতে পারবেন। 
  • আপনার ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেওয়া খুবই জরুরি। 
  • স্থানীয় ২ জন আপনার জামানত হিসেবে তাদের পরিচয়পত্র ও ছবি দেওয়া বাঞ্চনীয় বা প্রয়োজন পড়বে। 
  • EMI সুবিধা পেতে হলে আপনাকে অন্তত ১০০০০ টাকার উপরের দামে মোবাইল কিনতে হবে। 

ওয়ালটন মোবাইলের মূল্য সম্পর্কে লেখকের শেষ কথা


ওয়ালটন মোবাইলের মূল্য নিয়ে কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। যেমন ওয়ালটন বাটন মোবাইল দাম ২০২৪, ওয়ালটন মোবাইল 4000 টাকা, Primo S7 ওয়ালটন মোবাইল মডেল ও দাম এবং ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম ২০২৪ সম্পর্কে পর্যন্ত আমরা চলে এসেছি। এতক্ষন আপনারা সবিস্তারে জেনেছেন ওয়ালটন মোবাইলের মূল্যে নিয়ে। শেষ কথা এই যে, ওয়ালটন মোবাইল দেশীয় হিসেবে খুবই ভালো, জনপ্রিয় এবং খুবই আনন্দদায়ক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪