ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম । Walton mobile display price in Bangladesh
সূচীপত্রঃওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম । মোবাইল ডিসপ্লে হলো মানব দেহের চোখের মত। যা দিয়ে মোবাইলের সব কিছু দেখা যায় এবং কন্ট্রোল করা যায়। কিন্তু এই ডিসপ্লে যখন নষ্ট হয়ে যায় এবং সেটা যদি দেশীয় পণ্য ওয়ালটন মোবাইল হয় তাহলে আমাদের খুব বেগ পেতে হয়। কারণ অন্যান্য বিদেশী মোবাইলগুলির ডিসপ্লে ও পার্টস সহজে পাওয়া যায়। কিন্ত ওয়ালটন মোবাইলের ডিসপ্লে পাওয়া একটু কষ্টকর হয়ে যায়।
তাই আজকে আমরা ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম নিয়ে কথা বলবো এবং মোটামোটি সাশ্রয়ী দামের মধ্যে যেন ওয়ালটন ভালো মানের ডিসপ্লে পেতে পারেন সেই সম্পর্কে বলার চেষ্টা করবো। আশা করি যারা ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম নিয়ে চিন্তা করছেন তাদের জন্যে এই পোষ্ঠটি খুব উপকারী হতে যাচ্ছে।
এছাড়াও আমরা আরো কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যেমন, মোবাইল ডিসপ্লে কত প্রকার, মোবাইল ডিসপ্লে সমস্যা সমাধান এবং মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যায় কেন। তাই সাথেই থাকুন।
মোবাইল ডিসপ্লে কত প্রকার
একটি অ্যানরয়েড মোবাইল ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশেষ অংশগুলোর একটি হলো এর ডিসপ্লে । যা ছাড়া মোবাইল ফোন সব কিছু থাকলেও অচল। এটি এমন একটি উপাদান যা ব্যবহারকারীর দৃষ্টির সামনে সরাসরি প্রতিফলিত হয় এবং বাস্তব অভিজ্ঞতাকে প্রভাবিত করে।
যদিও আমরা আজকে ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম। Walton display price in Bangladesh সম্পর্কে জানার জন্যে এসেছি । তারপর ও ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম সম্পরকে জানার আগে মোবাইল ডিসপ্লে কত প্রকার সেই সম্পর্কে জানা আমাদের খুব জরুরি বলে মনে করি । তাহলে দামের ক্ষেত্রে নির্বাচন করতে সহজ হবে বলে হয় ।
চলুন জেনে নিই, "মোবাইল ডিসপ্লে কত প্রকার" এবং প্রতিটি প্রকারের বৈশিষ্ট্য।
মোবাইল ডিসপ্লে সাধারণ ৮ প্রকার যেমন
TFT LCD (Thin Film Transistor Liquid Crystal Display)
IPS LCD আইপিএস এলসিডি (In-Plane Switching Liquid Crystal Display)
OLED ওএলইডি (Organic Light Emitting Diode)
AMOLED এএমওএলইডি (Active Matrix Organic Light Emitting Diode)
Super AMOLED সুপার এএমওএলইডি
Retina Display রেটিনা ডিসপ্লে
Liquid Retina এবং Liquid Retina XDR লিকুইড ডিসপ্লে এবং লিকুইড রেটিনা এক্সডিআর।
P-OLED পি-ওএলইডি (Plastic OLED)
TFT LCD টিএফটি এলসিডি (Thin Film Transistor Liquid Crystal Display)
TFT LCD ডিসপ্লে হলো এক ধরনের LCD প্রযুক্তি, যা তুলনামূলকভাবে খুব কম দামের হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে উজ্জ্বলতা দিতে সক্ষম । এটি বাজেট ফোনগুলোতে বেশি দেখা যায়। এর সুবিধা হলো: এই ডিসপ্লেগুলো কম পাওয়ার খরচ করে।
IPS LCD আইপিএস এলসিডি (In-Plane Switching Liquid Crystal Display)
IPS LCD হলো TFT LCD-এর তুলনায় আরও উন্নত। এই ডিসপ্লে রঙের নিখুঁত প্রজনন এবং ভালো ভিউইং অ্যাঙ্গেল প্রদান করে। সাধারণত আইফোনসহ মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম ফোনগুলোতে এই ডিসপ্লে দেখা যায়।
OLED ওএলইডি (Organic Light Emitting Diode)
OLED ডিসপ্লে মোবাইল ইন্ডাস্ট্রিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। OLED প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি স্বতন্ত্রভাবে প্রতিটি পিক্সেলকে আলো দিয়ে জ্বালায়, যা কালো রঙকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। OLED ডিসপ্লে বেশিরভাগ প্রিমিয়াম ডিভাইসে ব্যবহৃত হয়। এটি পাতলা এবং হালকা হওয়ায় মোবাইল ফোনগুলোকে আরও স্টাইলিশ এবং এনার্জি সাশ্রয়ী করে তুলতে সাহায্য করে।
AMOLED এএমওএলইডি (Active Matrix Organic Light Emitting Diode)
AMOLED হলো OLED ডিসপ্লের একটি উন্নত সংস্করণ। AMOLED ডিসপ্লে তুলনামূলক আরও বেশি উজ্জ্বল এবং উচ্চ কন্ট্রাস্ট রেশিও দেয়, যা সাধারণত বেশি রঙের গভীরতা এবং আরও ভালো ভিডিও অভিজ্ঞতা প্রদান করে।
Super AMOLED সুপার এএমওএলইডি
স্যামসাং তাদের AMOLED প্রযুক্তিকে আরও উন্নত করে Super AMOLED ডিসপ্লে তৈরি করেছে। এই ডিসপ্লে সাধারণ AMOLED-এর তুলনায় আরও বেশি উজ্জ্বল এবং কম রিফ্লেকশন করে।
Retina Display রেটিনা ডিসপ্লে
অ্যাপল তাদের বিশেষ এক ধরনের ডিসপ্লেকে “রেটিনা ডিসপ্লে” নামে বাজারজাত করেছে। এটি মূলত একটি উচ্চ ঘনত্বের IPS LCD ডিসপ্লে যা স্বাভাবিক দৃষ্টিতে পিক্সেলগুলিকে পৃথক করা কঠিন। এই ধরনের ডিসপ্লে-তে রেজোলিউশন এবং রঙের প্রজনন অত্যন্ত উন্নত মানের, যা অ্যাপল ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম অনুভূতি প্রদান করে।
Liquid Retina এবং Liquid Retina XDR লিকুইড ডিসপ্লে এবং লিকুইড রেটিনা এক্সডিআর
Liquid Retina ডিসপ্লে মূলত অ্যাপলের তৈরি একটি উন্নত IPS LCD ডিসপ্লে। এতে আরও উন্নত কালার প্রজনন এবং উন্নত ব্যাকলাইটিং রয়েছে। অন্যদিকে, Liquid Retina XDR ডিসপ্লে আরও উন্নত এবং HDR10 ও Dolby Vision সাপোর্ট করে, যা ভিডিও বা ফটো দেখার অভিজ্ঞতাকে আরও চমৎকার করে তোলে।
P-OLED পি-ওএলইডি (Plastic OLED)
P-OLED হলো এক ধরনের OLED ডিসপ্লে, যা প্লাস্টিকের সাবস্ট্রেটে তৈরি করা হয়। এটি মূলত সাধারণ গ্লাস প্যানেলের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করে তৈরি হয়, যা ডিসপ্লেকে আরও নমনীয় এবং টেকসই করে তোলে।
মোবাইল ডিসপ্লে সমস্যা সমাধান
মোবাইল ডিসপ্লে সমস্যা সমাধান সম্পর্কে জানা দরকার । কারন আমরা এই আর্টিকেলটি শুরু করেছি ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম। Walton display price in Bangladesh নিয়ে । কিন্তু শুধু ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম নই মোবাইল ডিসপ্লে সমস্যা সমাধান সম্পর্কে জানা খুব জরুরি কারন এই সব কথাগুলি ডিসপ্লে সম্পর্কিত ।
মোবাইল ডিসপ্লেতে সমস্যা একটি সাধারণ বিষয়, যা প্রায়ই এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের সম্মুখীন হতে হয়। বেশ কয়েকটি সাধারণ সমস্যা এবং এর সহজ সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো:
ডিসপ্লের কালো স্ক্রিন সমস্যা
অনেকের মোবাইল ডিসপ্লে স্ক্রিন কালো হয়ে সমস্যা হয়ে দাড়ায় । এই ক্ষেত্রে ফোনটি রিবুট করার চেষ্টা করতে পারেন। যদি ব্যাটারি রিমুভেবল হয়, তাহলে ব্যাটারি খুলে ফোন কিছুক্ষণ রেখে আবার চালু করুন। চার্জ সংযোগ দিয়ে চেষ্টা করুন, কারণ অনেক সময় ব্যাটারি ড্রেইন হলে স্ক্রিন কালো দেখায়।
স্ক্রিন ফ্লিকারের সমস্যা
অনেক সময় সফটওয়্যার বা হার্ডওয়্যারের কারনে স্ক্রিন ফ্লিকারের মত সমস্যার সম্মুখীন হতে পারে । এই ক্ষেত্রে আপনার এন্ড্রয়েট ফোনটি আপডেট চেক করুন এবং সব অ্যাপ্লিকেশন হালনাগাদ করুন । অনেক সময় সস্তা স্ক্রিন প্রটেক্টর বা পিক্সেলের ওভারলোডের কারণে এই সমস্যা দেখা দেয়। স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দেখতে পারেন সমস্যা সমাধান হয় কি না।
টাচ রেসপন্স কমে যাওয়া
টাচ রেসপন্স কমে যাওয়া প্রায় সময় দেখা যায় এই সমস্যা । এই সমস্যায় পড়লে ফোন রিস্টার্ট করুন এবং স্টোরেজ পরিষ্কার করুন। অনেক সময় অতিরিক্ত মেমোরি ফিল্ড থাকলে বা ভারি অ্যাপ চালালে টাচ স্লো হতে পারে।
বার্ন-ইন সমস্যা
AMOLED ডিসপ্লেতে বার্ন-ইন সমস্যা হতে পারে। এতে স্ক্রিনে স্থায়ী ছাপ পড়ে। এক্ষেত্রে স্ক্রিন রিফ্রেশ অ্যাপ ব্যবহার করতে পারেন, যা পিক্সেলগুলি রিফ্রেশ করতে সাহায্য করে।
এসব সমাধান দ্রুত ফল না দিলে নিকটস্থ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া ভালো।
মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যায় কেন
মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যাওয়ার সমস্যাটি বেশ আক্ষেপজনক একটি ব্যপার এবং ব্যবহারকারীদের জন্য একটি সাধারণ সমস্যা। এই সমস্যাটি সাধারণত সফটওয়্যার বা হার্ডওয়্যার জনিত কারণে দেখা দেয়। ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম। Walton display price in Bangladesh সম্পর্কে জানার আগে মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যায় কেন এই সমস্যা গুলি সম্পর্কে অবগত হওয়া প্রাথমিক ধারনা বলে মনে করি ।
সফটওয়্যারজনিত কারণ
সফটওয়্যার ক্র্যাশ বা গ্লিচ হলে ডিসপ্লে সাদা হয়ে যেতে পারে। অনাকাঙ্ক্ষিত অ্যাপ, ম্যালওয়্যার বা সিস্টেম আপডেটের সময় ত্রুটি হলে ফোনের স্ক্রিন সাদা হয়ে যেতে পারে। এর জন্য ফোনটি রিস্টার্ট করা এবং আপডেট পরীক্ষা করে নেওয়া উচিত। রিস্টার্ট বা রিসেট করার পরও সমস্যা না সলভ হলে ফোনের সফটওয়্যার ফ্ল্যাশ করতে হতে পারে।
হার্ডওয়্যারজনিত কারণ
হার্ডওয়্যারের ত্রুটিও ডিসপ্লে সাদা হওয়ার কারণ হতে পারে। ডিসপ্লে বা এর সংযোগ ক্যাবলে কোনো সমস্যা হলে এমনটি হতে পারে। ফোনের ভেতরের স্ক্রিন ক্যাবল ঢিলা বা সঠিকভাবে সংযুক্ত না থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে ডিসপ্লেতে সাদা আলো দেখা যায়। এ সমস্যার সমাধানে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ডিসপ্লে চেক করা প্রয়োজন।
ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম । Walton display price in Bangladesh
আমাদের দেশের সবচেয়ে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন, এই ওয়ালটন ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারন হচ্ছে এইদের মূল্য সাশ্রয় এবং গুনগত মান । দেশীয় পন্য হিসেবে খুবই তুঙ্গে অবস্থান করছে ।
ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম নির্ভর করে কিছু বিষয়ের উপর । যেমন মোবাইলের মডেল, ডিসপ্লে টাইপ এবং অন্যান্য ফিচারের ওপর। বিশেষ করে ওয়ালটন মোবাইলে যে ডিসপ্লে গুলি ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে IPS LCD, AMOLED এবং কিছু ক্ষেত্রে P-OLED ডিসপ্লে, যেগুলোর মান অনুযায়ী দাম নির্ধারিত হয়।
বেশিরভাগ ক্ষেত্রে তুলনামুলকভাবে সাশ্রয়ী হিসেবে, বাজেট এবং মিড-রেঞ্জের ওয়ালটন ফোনে IPS LCD ডিসপ্লে ব্যবহৃত হয় । এই ডিসপ্লে পরিবর্তনের খরচ প্রায় ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হতে পারে ।
আবার এছাড়া ও কিছু প্রিমিয়াম মডেলের জন্য ওয়ালটন AMOLED বা P-OLED ডিসপ্লে দিয়ে থাকে । যা আরও বেশি রঙের গভীরতা ও উচ্চ কন্ট্রাস্ট এর মত সুবিদা দিয়ে থাকে । এই ধরনের ডিসপ্লে পরিবর্তনের খরচ সাধারণত ৪,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে হয়।
তবে ওয়ালটন সার্ভিস সেন্টারে গিয়ে ডিসপ্লে পরিবর্তনের খরচ মডেল অনুযায়ী সঠিকভাবে জানা যায়, যা ডিসপ্লের মান ও মডেল অনুযায়ী পরিবর্তিত হয় । এছাড়া, বাজারে ওয়ালটনের মূল সার্ভিস সেন্টার ছাড়াও বিভিন্ন দোকানে ডিসপ্লে পরিবর্তনের সেবা পাওয়া যায়, তবে সেখানে মান ও গ্যারান্টির বিষয়ে একটু উদ্ভিগ্ন করতে পারে আপনাকে ।
ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম দারাজে ও এখন ১০০০ টাকা থেকে শুরু করে আরও উচ্চ র্যাঙ্কের ডিসপ্লে পাওয়া যাচ্ছে । আমরা এই আর্টিকেলে দারাজের যাওয়ার জন্যে লিংক দিয়েছি সেই লিংক ধরে প্রবেশ করলেই আপনি ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম সম্পর্কে আরও জানতে পারবেন ।
ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম সম্পর্কে শেষ বার্তা । Walton mobile display price in Bangladesh
ওয়ালটন মোবাইল ডিসপ্লে প্রায় সময় অনেক কারনে নষ্ঠ হয়ে যেতে পারে এইটা স্বাভাবিক । তবে ঘাবড়াবার কিছু নেই বর্তমানে Walton mobile display price in Bangladesh ওয়ালটন মোবাইল ডিসপ্লের দাম খুবই কমে পাওয়া যাচ্ছে । লোকাল বাজারেও এই ওয়ালটন মোবাইল ডিসপ্লের ভালো চাহিদা রয়েছে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url