জোকের তেলের কাজ কি ও জোকের তেল তৈরির নিয়ম | Lech Oil

জোকের তেলের কাজ কি ও জোকের তেল তৈরির নিয়ম


সূচীপত্রঃজোকের তেলের কাজ কি । জোকের তেল সম্পর্কে আমরা দীর্ঘদিন শুনে আসছি। এটি বহুপুরোনো একটি আয়ুর্বেদিক চিকিৎসার অন্তরগত । জোকের তেল দিয়ে কি কি কাজ হয় বা জোকের তেলের কাজ কি এই নিয়ে আমরা আজকের কথার ফুলজুড়ি সাজিয়েছি । 

শুধু জোকের তেল কাজ নিয়ে নই,  আরো অনেক কিছু তুলে ধরবো জোকের তেল নিয়ে । এই যেমন জোকের তেল তৈরির নিয়ম, জোকের তেল ব্যবহারের নিয়ম, জোকের তেল কি কাজে লাগে, জোকের তেল লিঙ্গে দিলে কি হয়, জোকের তেল এর উপকারিতা এবং অপকারিতা নিয়ে কথা হবে। তাই সাথে থাকুন আশা করি অনেক উপকার বয়ে আনবে । 

জোকের তেল তৈরির নিয়ম


জোকের তেলের কাজ কি এই নিয়ে অনেকের জানার বাসনা রয়েছে। এই টপিকে আমরা বলার চেষ্টা করবো জোকের তেল তৈরির নিয়ম । জোকের তেলের কাজের আগে জোকের তেল তৈরির নিয়ম নিয়ে জেনে আসি । 


কিছু জ্যান্ত ও তাজা জোক সংগ্রহ করুন খাল, বিল অথবা পুকুর থেকে। এবার একটি গ্লাসের বয়ামে সেগুলিকে সংগ্রহ করুন। এবার কিছু সরিষার তেল দিয়ে দিন সেই গ্লাসের বয়ামে। কিছুক্ষন পর দেখা যাবে সেই বয়ামের মধ্যে রাখা সেই জোকগুলি মারা যাবে। 


এই অবস্থায় সেই বয়োমা সমেত রোদে ২০ বা ২২ দিন পর্যন্ত শুকাতে দিন। কিন্তু মনে রাখতে হবে প্রতিবার শুকাতে দেওয়ার সময় ভালো করে ঝাঁকিয়ে নিবেন। এইভাবে ঝাঁকিয়ে শুকাতে দিলে জোকের রস এবং সরিষার তেল একসাথে মিশে যাবে।  


এই অবস্থায় নির্দিষ্ট দিন পার হয়ে গেলে আপনি ভালো করে ছেঁকে নিয়ে তেলগুলিকে সংরক্ষণ করুন এবং পরবর্তীতে প্রয়োজনীয় জায়গায় লাগাতে পারেন বা মালিশ করতে পারেন। এইভাবে জোকের তেল বানানো যায়। আবার এটি পদ্বতি ছাড়াও অনেকে নারিকেলের ভিতর করে ও জোকের তেল বানিয়ে থাকে। 

জোকের তেল ব্যবহারের নিয়ম


জোকের তেলের কাজ কি এবং জোকের তেলের ব্যবহার নিয়ে অনেকে জানতে চাই। আবার অনেকে জোকের তেলের নাম শুনেছেন বা আগ্রহ করে নিয়েছেন কিন্তু ব্যবহার বিধি জানেন না। তবে জোকের তেল ব্যবহারের নিয়ম রয়েছে কিছু সে সম্পর্কে আমরা কিছু ব্যবহার নিয়ম নিয়ে তুলে ধরার চেষ্টা করছি ।  


শুরুতে আপনার ভালো করে শ্যাম্পু দিয়ে চুল সমেত মাথার ত্বক পরিষ্কার করে নিন। এবার চুল এবং মাথার ত্বক ভালো করে শুকিয়ে নিন সম্পূর্ণ ভাবে যেন তেল ভালো করে মালিশ করার সময় তেল ত্বকের গভীরে প্রবেশ করতে পারে ।


এবার আপনি পরিমান মত তেল নিয়ে মাথার ত্বকে যত্ন করে আস্তে আস্তে করে ম্যাসাজ করুন। এইভাবে অন্তত ১০ থেকে ১৫ মিনিট ধরে মালিশ করতে হবে। শুধু মালিশ করলেই ব্যবহার বিধি শেষ হয়ে যায় না। এবার আপনি চাইলে গরম তোয়ালে মাথায় পেঁচিয়ে রাখতে পারেন এতে করে তেলের কার্যকারিতা ভালো হয়। 


এর পর একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলুন। তবে এইভাবে তেলটি ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। অনেকে আবার রাতের বেলায় লাগিয়ে সকাল বেলা ধুয়ে ফেলেন। এটি সপ্তাহে ২ থেকে ৩ বার লাগাতে পারেন। 


তবে কিছু কথা বলা রাখা ভালো যে, যদি আপনার এলার্জির কোনো সমস্যা থাকে তাহলে আগে একটু ট্রাই করে নিতে পারেন। কারণ জোকের তেলের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এই কারণে আমাদের এই পরামর্শ। 


অনেকের মধ্যে এলার্জির প্রভাব থাকলে তা লাল চাকা চাকা ভাব দেখা দেয়। তাছাড়া ও জোকের তেল যথেষ্ঠ দুর্গন্ধযুক্ত। তবে ত্বকে কোনো অস্বস্তি বা জ্বালাপোড়া অনুভূত হলে ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

জোকের তেলের কাজ কি


জোকের তেলের ব্যবহার অনেক বছর থেকে চলে আসছে। এটি প্রাচীন ভারতীয় ইউনানী চিকিৎসা পদ্বতি। তাই জোকের তেল ভেষজ তেল হিসেবে প্রচলিত। যদিও এই তেলের কোন বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই। সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হয় কারণ এটি খুবই দুর্গন্ধযুক্ত। 


জোকের তেল বিশেষ করে চুল ও ত্বকের জন্যে খুবই উপকারী বলে বিবেচ্য। চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল পড়া রোধ করা এবং মাথার ত্বকের খুবই উপকারী হিসেবে গণ্য করা হয়। 


জোকের তেলের মূল কার্যকারিতা হচ্ছে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করা এবং ত্বকে পুষ্টির যোগান দেওয়া যেন চুলের স্বাস্থ্য ভালো থাকে। 


জোকের তেল একটি প্রাচীন ভেষজ তেল, যা চুল ও ত্বকের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এই তেল মূলত চুলের বৃদ্ধি, চুল পড়া রোধ, এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহৃত হয়। তেলের মূল কার্যকারিতা হলো রক্ত সঞ্চালন বৃদ্ধি করা এবং মাথার ত্বকে পুষ্টি জোগানো, যা চুলের স্বাস্থ্য ভালো রাখে।


জোকের তেলে বিদ্যমান বিশেষ উপাদানগুলো মাথার ত্বকে গিয়ে রক্ত সঞ্চালনের কাজ করে, ফলে চুলের ফলিকলগুলো শক্তি পায় এবং ঘন চুল হয় এবং মজবুত হয়। তাছাড়াও অনেকের মধ্যে এই বিশ্বাস রয়েছে যে জোকের তেল মাথার ত্বকের খুশকি দূর করতে খুবই কার্যকরী। 


জোকের তেলের কাজ কি এই প্রশ্নের মধ্যে আরো কিছু নিহিত রয়েছে যে, চুলের শুস্কতা কমিয়ে আনে তার সাথে চুলকে মসৃন এবং চকচকে করে তুলে। নতুন চুল গজাতেও জোকের তেলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। তবে এটি বলা বাহুল্য যে সঠিক পদ্বতিতে যদি তেল ব্যবহার করা না যায় তাহলে কাঙ্কিত ফল পেতে একটু বেগ পেতে হয়। 


জোকের তেল কি কাজে লাগে


জোকের তেল প্রাচীন কালের একটি চিকিৎসার উপাদান যা ইউনানী চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে ভেষজ উপাদান হিসেবে। জোকের তেলের কথা অনেকে শুনে থাকলেও এর আসল কাজ অনেকর মধ্যে এখনো অজানাই রয়ে গেছে। তাই তো অনেকে প্রশ্ন করে থাকে যে জোকের তেল কি কাজে লাগে। 


জোকের তেল মাথার চুল বৃদ্ধি, চুল পড়া রোধ এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্যে ব্যবহার করে থাকে। এছাড়াও রয়েছে চুলের ঘনত্ব বৃদ্ধি করে থাকে। চুলের খুশকি দূর করতেও এটি অনেক কার্যকর। 


জোকের তেল মূলত রক্ত সঞ্চালনের কাজে বেশি উপকারী। শুধু জোকের তেল চুলের উপকারী তাই নই এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ব্যথা দূর করতে ও সহায়তা করে।  


অনেকের মতে জোকের তেলের ব্যবহার শুধু মাথার চুলের ও মাথার স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নই। এই জোকের তেল মানুষের লিঙ্গের স্বাস্থ্য বৃদ্ধির জন্যেও অধিক উপকারী। লিঙ্গের স্বাস্থ্য উন্নতি, লিঙ্গ লম্বা করার জন্যেও এই জোকের তেলের ব্যবহার অনেক দিন থেকে চলে আসছে।  

জোকের তেল লিঙ্গে দিলে কি হয়


জোকের তেলের কাজ কি  এই প্রশ্নে অনেকে জানতে আসেন অনলাইনে কিন্তু  জোকের তেল বিভিন্ন ভেষজ গুণসম্পন্ন হলেও এটি লিঙ্গে ব্যবহারের জন্য কোনো প্রমাণিত বা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত দেওয়া নেই । জোকের তেল লিঙ্গে দিলে কি হয় বা জোকের তেল কি লিঙ্গের কোন উপকার করে ? এই ধরণের আগ্রহ ও দেখা যায় অনেকের মধ্যে। 


কিন্তু কিছু প্রচলিত ধারণায় বলা হয় যে, জোকের তেল লিঙ্গে দিলে রক্ত সঞ্চালন বাড়ে, যা লিঙ্গের আকার বৃদ্ধি বা যৌন সক্ষমতা উন্নত করতে সহায়ক হতে পারে। তবে এসব কথা সাধারণ মানুষের মধ্যে  শোনা গেলেও এর পেছনে বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই। 


প্রকৃত ভাবে জোকের তেল চুলের যত্ন এবং ত্বকের কিছু সমস্যার জন্য ব্যবহৃত হয়। কিন্তু লিঙ্গে জোকের তেল ব্যবহারের ক্ষেত্রে ত্বকের জ্বালাপোড়া, সংবেদনশীলতা বৃদ্ধি বা অন্যান্য নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। 


তাই, এ ধরনের সংবেদনশীল স্থানে জোকের তেল ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকরা প্রয়োজনীয় তথ্য এবং নির্ভরযোগ্য পদ্ধতি সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে পারবেন, যা আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য নিরাপদ ও কার্যকর।

জোকের তেল এর উপকারিতা


যদিও এই আর্টিকেলটি  জোকের তেলের কাজ কি সেহেতু আমরা জোঁকের তেলে এর উপকারিতা নিয়েও কথা বলার চেস্টা করবো । জোকের তেল যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরী সেহেতু অবশ্যই কিছু উপকারিতা তো রয়েছে। জোকের তেল এর উপকারিতা সম্পর্কে নিচে আমরা কিছু পয়েন্ট তুলে ধরছি। 


  • যাদের চুলের বৃদ্ধি হয় অত্যন্ত ধীরে ধীরে, তাদের ক্ষেত্রে চুলের দ্রুত বৃদ্ধি করতে এবং তারসাথে চুল পড়া রোধ করতে জোকের তেল খুবই উপকারী।  
  • শুধু চুলের বৃদ্ধি নই মাথার স্কাল্পের জন্যে খুবই উপকার বয়ে আনে। জোকের তেল খুশকি রোধ করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। 
  • যাদের মধ্যে একজিমা থেকে শুরু করে অন্যান্য চর্মরোগের জন্যে জোকের তেল খুবই উপকারি। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।
  • যাদের শরীরের জয়েন্টের ব্যথা, স্নায়ুর ব্যাথা এবং মাংসপেশির ব্যথায় খুবই কষ্টে পড়েছেন তাদের জন্যে জোকের তেল খুবই উপকারী। কারণ জোকের তেল ম্যাসাজ করলে অনেকগুণে ব্যথা উপশম হয়ে যায়।  
  • জোকের তেল রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে, যা শরীরের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে।

জোকের তেলের অপকারিতা


প্রত্যেক ঔষধের একটি উপকারিতার পিছনে অপকারিতাও রয়েছে কিছুটা । জোকের তেলের অপকারিতা এবং কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। শুধু জোকের তেলের কাজ কি সেই সম্পর্কে জানলে শেষ নই তার সাথে অপকারিতা গুলি জানার দরকার । তাই আমরা অপকারিতা গুলি একটু জেনে আসি। 


  • জোকের তেল ব্যবহারে কিছু মানুষের ত্বকের জ্বালাপোড়া ও লালচে ভাব দেখা দিতে পারে। 
  • বেশি তেল ব্যবহারে স্কাল্প বা ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা দিতে পারে, যা ত্বকের ক্ষতি করতে পারে ।
  • এলার্জি সমস্যার যারা ভুগেন তারা এই জোকের তেল ব্যবহারে সতর্কতা অবলম্ভব করা দরকার কারণ এটি শ্বাসকষ্ট ও ত্বকে র‍্যাশ এবং চোখ জ্বালাপোড়া তৈরি হতে পারে। 
  • জোকের তেল গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ এটি হরমোনের পরিবর্তন ঘটাতে পারে। 

জোকের তেলের কাজ কি এই নিয়ে লেখকের শেষ মন্তব্য


জোকের তেলের কাজ কি এই একটি কথার উপর ভিত্তি করে আমরা অনেকে কিছু বলার চেষ্টা করেছি। আশা করি জোকের তেল নিয়ে আর তেমন সন্দেহ থাকার কথা নেই। তাই সাবধনাতার সাথে জোকের তেল ব্যবহার করবেন যেহেতু এই জোকের তেলের বৈজ্ঞনিক কোন ভিত্তি নেই ।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪