সংগীতে স্বর কাকে বলে এবং সংগীতের মূল স্বর কয়টি
সূচীপত্রঃসংগীতের মূল স্বর কয়টি । সংগীত হচ্ছে মানুষের মনের খোরাক যা সর্বদা এক অতুলনীয় তৃপ্তি আমাদের প্রদান করে থাকে। তাই সংগীতের প্রতি দিন দিন ছেলেমেয়েদের মনোযোগ বাড়ছে। কিন্তু সংগীত স্বর আর সুরের সমাহার ছাড়া কখনো সম্ভব নই ।
এই সংগীতে মনোনিবেশ করতে হলে স্বর সম্পর্কে জানা অত্যন্ত বাঞ্চনীয়। আমরা এই আর্টিকেলে সংগীতের মূল স্বর কয়টি সেটিকে উদ্যেশ্য করে আলোচনা করা হবে ।
সাথে সংগীতের খুঁটিনাটি বিষয় যেমন সাত সুরের নাম, বিকৃত স্বর কয়টি ও কি কি, সংগীতের কয়টি অংশ ও কি কি এবং সংগীতে স্বর কাকে বলে কত প্রকার ও কি কি এই সব কিছু নিয়ে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করা হবে। সংগীত প্রিয় ব্যক্তিগণ চাইলে আমার সাথে যোগ দিতে পারেন। আশা করি আপনিও অনেক কিছু জানতে পারবেন যা আগে কখনো শুনেন নি বা পড়েন নি ।
সংগীতে স্বর কাকে বলে কত প্রকার ও কি কি
সংগীতের মূল স্বর কয়টি সেই সম্পর্কে আমরা একটু পরে জানবো কিন্তু এখন সংগীতে স্বর কাকে বলে কত প্রকার ও কি কি সেই সম্পর্কে একটু জেনে আসি।
সংগীতের স্বর সুরের তৈরির ক্ষেত্রে খুবই গরুত্বপূর্ণ উপাদান। স্বর দিয়ে সুরের বিভিন্ন উচ্চতার সৃষ্টি করে। সুর দিয়ে মেলোডি তৈরী হয় এবং বিভিন্ন আবেগ অনুভূতির তৈরী করে।
সংগীতে স্বরকে দুই প্রকারে ভাগ করা হয়েছে যথা
ঔচিত্য স্বর
অনুষ্টান স্বর।
ঔচিত্য স্বর
ঔচিত্য স্বর হলো সংগীতের মূল স্বর যা একটি সংগীতের মূল সুর সৃষ্টি করে থাকে। একটি গানের কেন্দ্রীয় অংশে যে থাকে বা যিনি গায় তিনি হচ্ছেন ঔচিত্য স্বরের উৎপত্তি করে। এই ঔচিত্য স্বর খুবই পরিচিত যা শ্রোতাদের কাছে খুব সহজে গ্রহণ যোগ্য হয়।
অনুষ্ঠান স্বর
একজন গায়কের পিছনে যে স্বর যোগান দেয় যেমন বিভিন্ন বাধ্যযন্ত্র গুলি যোগান দেয় তাকে বলে অনুষ্টান স্বর। এটি গানকে খুবই সমর্থন করে এবং সমৃদ্ধ করে। যেমন হারমোনি, গিটার, পিয়ানো এবং আরো অন্যান্য বাদ্যযন্ত্র।
এছাড়াও, স্বরকে **মেলোডিক স্বর** এবং **হারমোনিক স্বর** বলেও ভাগ করা যায়।একক সুরকে মেলোডিক স্বর বলা যায়, যা সাধারণত গায়কের কণ্ঠে শোনা যায়। হারমোনিক স্বর হলো একাধিক সুরের সমন্বয়, যা সঙ্গীতের গঠনকে আরো জটিল ও সুন্দর করে তোলে।
সংগীতের মূল স্বর কয়টি
যারা নতুন সংগীত জীবনে মনোনিবেশ করেছেন বা বিভিন্ন জায়গায় সংগীতের স্বর গুলি শুনেছেন। সা রে গা মা পা এই সব স্বর গুলি। তাদের মনে প্রশ্ন আসতে পারে যে, সংগীতের মূল স্বর কয়টি ।
সংগীতের মূল স্বর হচ্ছে সাতটি। যথা সা রে গা মা পা ধা নি সা। তদমধ্যে দুই পাশের দুইটি সা মিলেই একটি সা। এখানে "সা" হচ্ছে বেইস। এই স্বরের উপর ভিত্তি করে পৃথিবীর সকল গান নির্মাণ হয়ে থাকে।
সংগীতের এই সাতটি স্বরে অসাধারণ শিল্প রয়েছে যা আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করে। সংগীতের প্রদান উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো স্বর। সংগীতের চেতনা সৃষ্টিকারী মৌলিক ধ্বনিই হলো স্বর।
মানুষ কথা বললে যেমন অক্ষর জানতে হয় ভাষা জানতে হয় তেমন করে সংগীত শিখতে হলে এই সাতটি স্বরের মাধ্যমে শিখতে হয়। এই সাতটি স্বর হলো সংগীতের ভাষা। এই ভাষা দিয়ে আপনি জগতের সমস্ত গান করতে পারবেন।
সাত সুরের নাম
সংগীতের মূল স্বর কয়টি এই নিয়ে আমাদের কথা হলেও সাত সুরের নাম আমরা জেনে আসি কারন হচ্ছে সংগীতের মুল স্বর এবং সুর একই কথা । স্বর থেকে সুরের উতপত্তি হয় । সংগীতের ভাষায় স্বরের দ্বারা সুরের সৃষ্টি হয়। মুলত স্বর আর সুর প্রায় একই বিষয়। সাত সুরের নাম হচ্ছে যথা , " সা রে গা মা পা ধা নি সা " এই নাম গুলি হচ্ছে সংক্ষিপ্ত নাম। এদের আসল নাম গুলি আমরা জেনে আসি।
" সা " এর পূরণ নাম হচ্ছে ষড়জ
"রে " এর পূরণ নাম হচ্ছে রেখাব
" গা " এর পূরণ নাম হচ্ছে গান্ধার
" মা " এর পূরণ নাম হচ্ছে মদ্যম
" পা " এর পূরণ নাম হচ্ছে পঞ্চম
" ধা " এর পূরণ নাম হচ্ছে ধৈবত
" নি " এর পূরণ নাম হচ্ছে নিষাদ
সাত সুরের পূর্ণ নাম হচ্ছে উপরের বর্ণিত নামগুলি শুদ্ধ সুর বলে থাকে। এদের কে সংক্ষেপে " সা রে গা মা পা ধা নি সা " বলে থাকে। তবে এই সাতটি সুরের সাথে আরো পাঁচটি বিকৃত সুর রয়েছে যাদেরকে কোমল সুর বলে আমরা বিষয়ে বিকৃত স্বর কয়টি ও কি কি আরো গভীর ভাবে জানবো।
বিকৃত স্বর কয়টি ও কি কি
সাধারণ আমরা যে স্বর কে চিনি বা সুরকে চিনি সেগুলিকে বলে শুদ্ধ স্বর বা সুর। যথা " সা রে গা মা পা ধা নি সা "। এই শুদ্ধ স্বর গুলির বাইরে আরো পাঁচটি স্বর রয়েছে যাদের কে বিকৃত স্বর বলে। অর্থাৎ বিকৃত স্বর হচ্ছে ৫ টি । তারমধ্যে ৪ টি কোমল স্বর একটি হলো কড়ি স্বর ।আমরা সেই সমর্কে নিচে আরও বিশেষ ভাবে আলোচনা করেছি যা জানলে মনের দন্ধ দূর হবে ।
যথা,
শুদ্ধ " রে " কে বিকৃত সুর " ঋ " দিয়ে প্রকাশ করা হয়
শুদ্ধ " গা " কে বিকৃত সুর " জ্ঞ " দিয়ে প্রকাশ করা হয়
শুদ্ধ " মা " কে বিকৃত সুর " হ্ম " দিয়ে প্রকাশ করা হয়
শুদ্ধ " ধা " কে বিকৃত সুর " দ " দিয়ে প্রকাশ করা হয়
শুদ্ধ " নি " কে বিকৃত সুর " ণ " দিয়ে প্রকাশ করা হয়
এখানে একটি বিষয় লক্ষ্য করা দরকার যে, এই বিকৃত সুর হলেও " হ্ম " স্বরকে কোমল বলা হয় না। এই " হ্ম " বলা হয় কড়ি মা। তার কারণ হচ্ছে সব বিকৃত স্বর গুলি বা কোমল স্বর গুলি শুদ্ধ স্বরের আগে হয় কিন্তু " হ্ম " এর ক্ষেত্রে শুদ্ধ স্বরের পরে হয় বলে একে বলে কড়ি স্বর।
সংগীতের কয়টি অংশ ও কি কি
মনে রাখতে হবে সংগীত আমাদের আবেগ এবং ভাবের সৃষ্টি করে যা জগতে এক অতুলনীয় অবস্থায় পৌঁছাতে পারে। আমরা আমাদের যাত্রাটি শুরুর করেছিলাম " সংগীতের মূল স্বর কয়টি " এই বিষয়টি নিয়ে।
এখন ধীরে ধীরে আমরা আরো গভীরে গিয়ে সংগীতের কয়টি অংশ ও কি কি সেই নিয়ে আরো এগিয়ে যাবো। সংগীত বিভিন্ন উপাদানের সমষ্টি নিয়ে গঠিত হয়। সংগীতের চারটি মূল অংশ রয়েছে যথাক্রমে। সুর, তাল , রিদম এবং হর্মনি।
এই উপাদানের দ্বারা সংগীতের সুর ও অনুভূতির মৌলিক ভিত্তি তৈরি করে। এবার আমরা এই চারটি মূল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সাথেই থাকুন।
সুর
সুর হলো সংগীতের মূল ভিত্তি যা অপরগুলিকে চালিত করে এবং এটি বিভিন্ন ভাবে ওপর সব কটিকে সমন্বয় করে। এটি সংগীতের মূল সুর বা "মেলোডি" হিসাবে পরিচিত। সুরের দ্বারা সংগীতের বিভিন্ন প্রকার ভাবের প্রকাশ হয় তাই সুরের প্রাণকে গভীরে নিয়ে যেতে পারে।
তাল
তাল হলো সংগীতের গতি ও ছন্দের কাঠামো। এই তাল মানুষকে সংগীতে ধরে রাখতে সহায়তা করে এবং মানুষের মধ্যে একটি ছন্দের তৈরি করে যা সুরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। তাল বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ৪/৪, ৩/৪, বা ৬/৮। একেক সুরের সাথে একেক তাল এক অবিচ্ছেদ্য সম্পর্কের মাধ্যমে সংগীতের সৃষ্টি হয়।
রিদম
রিদম টা হলো প্রাণের স্পন্ধনের মত। এটি মনে বাজে এবং যা সুর ও তালের সাথে মিশ্রিত হয়ে মানুষের অন্তরে এক বিশেষ অনুভতির সৃষ্টি করে থাকে যা শ্রোতাদের সংগীতের প্রতি আকর্ষণ বাড়ায়।
হর্মনি
হর্মনি হলো একাধিক সুরের সমন্বয়, যা সংগীতের গভীরতা ও প্রান্তিকতা যোগ করে। হর্মনি না থাকলে সুর একাকী শোনাবে, তবে এটি হর্মনির মাধ্যমে আরো সমৃদ্ধ হয়।
সংগীতের এই মূল অংশগুলি একত্রে মিশে একাকার হয়ে যায় এবং সম্পূর্ণ একটি নতুন ভাবের সৃষ্টি করে। যা মানুষের জীবনকে সাজিয়ে রঙিন করে তুলার জন্যে যথেষ্ট।
সংগীতের মূল স্বর কয়টি এই নিয়ে পরিশেষে মন্তব্য
সংগীত নিয়ে অনেক্ষন ধরে আলোচনায় মগ্ন ছিলাম। যাদের মধ্যে সংগীত শিক্ষার আকুলতা রয়েছে তাদের জন্যে সংগীতের মূল স্বর কয়টি সেই সম্পর্কে আর তেমন কোন সন্দেহ থাকবে বলে মনে হয় না। তারপর ও আমাদের এই ওয়েবসাইটে সংগীতে নিয়ে আরো কথা হয়েছে সেগুলি উপরে দেওয়া রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন। আপনার সংগীত জীবন সুন্দর হউক। ভালো থাকবেন ধন্যবাদ ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url