গর্ভাবস্থায় জাফরান দুধ খাওয়ার নিয়ম ও জাফরানের উপকারিতা

গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম


সূচীপত্রঃগর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম । গর্ভবস্থায় নারীদের অনেক পুষ্টিকর খাদ্যগ্রহন করা জরুরি। এই সময়ে জাফরান খাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে। কারণ এই সময়ে শরীরকে শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক কিছু খাওয়া দাওয়া করতে হয়। এই ক্ষেত্রে আমরা গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। 

সেই সাথে, গর্ভাবস্থায় জাফরান দুধ খাওয়ার নিয়ম, গর্ভাবস্থায় জাফরান খেলে কি হয়, গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয, গর্ভাবস্থায় জাফরানের উপকারিতা এবং গর্ভাবস্থায় জাফরান কত মাস থেকে খেতে হয় এই নিয়ে ও কথা বলার চেষ্টা করবো। সাথেই থাকবেন আশা করি। 

গর্ভাবস্থায় জাফরান খেলে কি হয়


জাফরান খুবই উপকারী স্বাস্থ্যকর একটি খাদ্য যা গর্ভবস্থায় অপূরণীয় গুনাগুন প্রদান করে থাকে। জাফরান প্রাকৃতিক গুনে ভরপুর এবং এতে প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা একজন নারীর শরীর ও মনের অবর্ণণীয় উন্নতি ঘটায়। 


অনেকে জানেনা না যে, গর্ভাবস্থায় জাফরান খেলে কি হয়? জাফরানে রয়েছে মানসিক চাপ কমানোর ক্ষমতা। গর্ভবস্থায় একজন নারীর মানসিক চাপ ও উদ্বেগ কমাতে জাফরান অনেক গুনে ক্ষমতাশালী। তাই গর্ভবস্থায় জাফরান খেলে হরমোনের আমূল পরিবর্তন হয়। 


একজন গর্ভবতী নারীর দেহের অনেক সমস্যার মধ্যে রক্তসঞ্চালনের বৃদ্ধি, ভ্রূণের বৃদ্ধি জন্যে জাফরান অনেক গুণান্বিত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি যে বেশি পরিমানে জাফরান খেলে আবার জরায়ুর সমস্যা হতে পারে। তাই পরিমান মতো জাফরান খাওয়া খুবই দরকার। 

জাফরান কি এবং জফরানে কি গুন্ রয়েছে 


জাফরান হলো সুপরিচিত ও সুগন্ধী যুক্ত একপ্রকারের মসলা, এই জাফরান  কুমকুম ফুল হতে পাওয়া যায়। এটি বিশ্বের সবচেয়ে দামী মসলা গুলির মধ্যে অন্যতম। এই জাফরান সংগ্রহ করতে অধিক পরিশ্রম ও সময়ের প্রয়োজন পড়ে। 


জাফরান হলো মূলত স্পেন, ভারত এবং ইরানে পাওয়ার যায় বা উৎপাদিত হয়। এত মহামূল্যবান সম্পদ বলে সেই দেশগুলি আখ্যা দিয়ে থাকেন। এটি গাঢ় লাল কমলা রঙ্গের হয়ে থাকে। জাফরান খাবারে ব্যবহারে সুগন্ধ ও স্বাদ বৃদ্ধি করে থাকে এবং খাবারের কালার পরিবর্তন করে। 


জাফরানে থাকে অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি শরীরের ফ্রি র‍্যাডিকেল হ্রাস করে। এটি শরীরের কোষগুলোর ক্ষতি প্রতিরোধ করে এবং বয়সের ছাপ কমাতে খুবই সহযোগিতা কারী। 


শুধু শরীরের জন্যে নই জাফরান মানসিক পরিবর্তনের জন্যে অনেক ক্ষমতাশালী। যেমন আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। হতাশা জনিত কারণ থেকে মুক্তি দেয় এবং উদ্বেগ কমিয়ে আনে। হজম প্রক্রিয়াকে উন্নত করে তুলে । 


গর্ভাবস্থায় জাফরান দুধ খাওয়ার নিয়ম


সবকিছুর একটি নিয়ম রয়েছে তেমন নিশ্চয় গর্ভবস্থায় জাফরান দুধ খাওয়ার নিয়ম ও রয়েছে কিছু। তবে গর্ভবস্থায় জাফরান দুধ খাওয়া স্বাস্থ্যকর একটি প্রচলিত প্রথা। এটি খুবই এন্টিঅক্সিডেন্ট যুক্ত একটি দামি মসলা। 


এই জাফরান দুধের সাথে মিশিয়ে খেলে বিশেষ উপকার পাওয়ার যায়। জাফরান দুধ খাওয়া নিয়ম হচ্ছে, এক গ্লাসের দুধের সাথে ১ বা ২ টি দানা মিশিয়ে খাওয়া দিনে একবার বিষয়ে করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে। 


দুধ গরম করে এতে ১ বা ২ টি দানা যোগ করে কিছুক্ষন রেখে দিন। তাহলে জাফরানের দানা গুলি ভালোকরে মিশে গেলে তখন জাফরান দুধ গুলি খেয়ে ফেলুন। তবে জরায়ুর সমস্যা এড়াতে বেশি জাফরান সেবন থেকে দূরে থাকুন। 

গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়


গর্ভবস্থায় জাফরান খাওয়ার নিয়ম এর কথা বলতে বলতে আমরা আরো গভীরে প্রবেশ করলাম, যা জানা প্রয়োজন। অনেকে বলে থাকেন গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়। এটি শুধুমাত্র একটি কুসংস্কার। এই কথার আসলে বৈজ্ঞনিক কোন ভিত্তি এই পর্যন্ত পাওয়া যায় নি। 


গর্ভবস্থায় জাফরান খেলে বাচ্চা ফর্সা হয় না, বাচ্চা ফর্সা হয় শুধু জেনেটিক কারণে। গর্ভের বাচ্চা পিতামাতার ডি এন এ দ্বারা নির্ধারিত হয়। খাবারের মশলা একটি শিশুর গায়ের রং কোনোদিন প্রভাব ফেলতে পারে না। 


হ্যা তবে গর্ভবস্থায় জাফরান খাওয়া স্বাস্থ্যকর এবং গর্ভস্থ শিশুর শারীরিক মানসিক বিকাশে সহায়তা করে। জাফরান খাওয়া শিশুর গায়ের রঙ ফর্সা করে না, তবে এটি মায়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম


জাফরান নিয়ে যেহেতু আজকের এই টপিক সেহেতু আমরা গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম গুলি ব্যাখ্যা করবো । কারণ জাফরান যদিও খুব দামি একটি মসলা এবং স্বাস্থ্যের বিভিন্ন উপকারের জন্যে খাওয়া যায় সেহেতু খাওয়ার নিয়ম সপর্কে আমাদের জানা খুবই দরকার। 


জাফরান বিশেষ করে দুই ভাবে খাওয়া যায় ভেজানো জাফরান এবং চূর্ন জাফরান। ঘরে কোন রেসিপি করলে তার সাথে আপনি জাফরান খেতে পারেন তবে মনে রাখতে হবে জাফরান রেসিপিতে দেওয়ার আগে জাফরানের সুতাগুলি খোলে পানিতে ১৫ থেকে ২০ মিনিটের জন্যে ভাজতে দিন এবার আপনার রেসিপিতে যোগ করতে পারেন। 


জাফরান চূর্ন করে ও যেকোন ভাবে রেসিপিতে যুক্ত করতে পারেন যদি কালার এবং স্বাদের পরিবর্তনের জন্যে চান। এতে করে হজম শক্তি ও বৃদ্ধি পাবে। শুধু জাফরানের সুতোগুলিকে ভাল করে আঙ্গুল দিয়ে ভেঙ্গে মিশিয়ে দিন। এটি যেকোন খাবারের সাথে খাওয়া যায়। 


রাতে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে বা কুসুম গরম জলের সাথে মিশিয়ে ও খেতে পারেন একটি বা দুটি দানা বা সুতা। এতে করে আপনার অনিদ্রা দূর হবে।


এটি আপনি যেকোন রেসিপিতে যেমন স্যুপ, পায়েস এমনকি বিরিয়ানিতে খেতে পারেন। নির্দিষ্ট তেমন কোন নিয়ম নেই তবে মনে রাখতে হবে গর্ভবস্থায় জাফরান বেশি খাওয়া নিষেধ কারণ এতে জরায়ুর ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।  

গর্ভাবস্থায় জাফরানের উপকারিতা


যতক্ষন আমরা বলি না কেন গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম কি বা  জাফরানের উপকারিতা কি ? আসলে বলে বুঝানো একটু কঠিন হয়ে যায়। কারণ এটি যতক্ষণ খাবেন না ততক্ষন আপনি এই জাফরানের উপকারিতা সম্পর্কে অবগত হবেন না। তবে আমরা মূল্যবান মশলা এবং প্রাকৃতিক উপাদান হিসেবে গর্ভাবস্থায় জাফরানের উপকারিতা নিয়ে বলার চেষ্টা করছি লিস্ট আকারে । 


  • গর্ভবস্থায় হরমোনের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় এইক্ষেত্রে জাফরান খুবই উপকারিতা বয়ে আনে। জাফরান সেরোটোনিন নামক হরমোনের উৎপাদন বাড়িয়ে তুলে এবং গর্ভবতী মায়ের মুড ভালো রাখে। 
  • গ্যাসের সমস্যা গর্ভবস্থায় নারীদের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে জাফরান গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয় এবং হজমের উন্নতি করে। 
  • গর্ভবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে না বিভিন্ন কারণে। জাফরান এই সময় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কারণ জাফরানে পটাশিয়াম ও ক্রোসিন নামক উপাদান থাকে। এই সময় নারীদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। 
  • শরীরে ব্যথা ও ক্র্যাম্প কমায় কারণ জাফরান রয়েছে জাফরানের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। 
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্যে এই জাফরান খুবই প্রসিদ্ধ কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের গ্লো বাড়িয়ে তুলে। 

গর্ভাবস্থায় জাফরান কত মাস থেকে খেতে হয়


আমরা এতক্ষন ধরে গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম সম্পর্কে এবং এর পাশে জাফরানের আরো অনেক টপিক নিয়ে আলোচনা করেছি। তবে এখন জানিনা যে গর্ভাবস্থায় জাফরান কত মাস থেকে খেতে হয়। 


এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে গর্ভাবস্থায় জাফরান কত মাস থেকে খেতে হয়। তবে চলুন আমরা জেনে আসি যে গর্ভবস্থায় কখন জাফরান খাওয়া শুরু করতে হয় সেটি জেনে আসি। 


গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকে অর্থাৎ ৫ মাসের পর থেকে জাফরান খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় ত্রৈমাসিক হলো ১৩ সপ্তাহ থেকে ২৭ সপ্তাহ পর্যন্ত এই কালকে বুঝায়। 


এই সময়ে একজন গর্ভবতী নারীর মানসিক এবং শারীরিক অনেক পরিবরর্তন লক্ষ্য করা যায়। ওজন কিছুটা বেড়ে যায় এবং সাথে মানসিক বিবেক কিছুটা কমে আসে। তাই এই সময়ে জাফরান খাওয়ার জন্যে উপদেশ দিয়ে থাকেন। 


এটি খেলে হজম শক্তি বৃদ্ধি হয় মানসিক পরিবর্তন গুলি নিয়ন্ত্রনে রাখে। গর্ভবস্থায়র এই সময়ে জাফরান খেলে মা ও গর্ভস্থ শিশু উভয়ের জন্যে খুবই ভালো বলে বিবেচনা হয়ে থাকে। 


তবে অতিরিক্ত জাফরান খাওয়া থেকে বিরত থাকা জরুরি। তবে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। ডাক্তারি আপনাকে ভালো একটি সাজেশন দিতে পারবে । 

গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম লেখকের শেষ মন্তব্য


গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম নিয়ে আমরা বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি। জাফরানের উপকারিতা ও অপকারিতা এবং গর্ভবস্থায় কখন জাফরান খেতে হয়। এই সব কিছু আমাদের ইন্টারনেট থেকে তথ্য বিবেচনা করে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি এই নিয়ে আপনাদের মধ্যে আর তেমন কোন বিভেদ থাকার কথা নই। একটি  কথা বলার থাকে যে সব কিছু জেনে রাখা ভালো। তবে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চলা খুবই উপকার । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪