কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম এবং কানাডা ভিজিট ভিসা রিকুইরেমেন্টস
সূচীপত্রঃকানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম । উত্তর আমেরিকার দেশ কানাডা যাওয়ার জন্যে কে না চাই। কানাডা ভিসার কথা যখন আসে তখন মানুষের মধ্যে একটি আগ্রহ তৈরি হয়, সেটি হচ্ছে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম নিয়ে। অর্থাৎ কতদিন লাগে ভিসা প্রেসেসিং হতে ।
তার সাথে আরো কিছু জানার থাকে যেমন, কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়ম, কানাডা ভিজিট ভিসা এম্বাসি ফি কত, কানাডা ভিজিট ভিসা প্রসেসিং, কানাডা ভিজিট ভিসা রিকুইরেমেন্টস এবং কানাডা ভিজিট ভিসা পেতে বয়স কত লাগে বা হতে হয় । এই সমস্ত কিছু সম্পর্কে গভীর আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি হয়। আজকে সেসব আগ্রহ গুলি নিয়ে কথা বলবো।
কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়ম
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম নিয়ে আমাদের আর্টিকেলে কথা হলেও আমরা ধীরে ধীরে কানাডার ভিসা নিয়ে আরও গভীরে প্রবেশ করবো । সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতির মাধ্যমে আপনি কানাডা ভিজিট ভিসা পেতে পারেন। কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়ম অনুযায়ী কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। তারমধ্যে আবেদনকারী কোন ভিসায় পাড়ি জামাতে চান আগে সেটি ঠিক করতে হবে।
স্বল্পমেয়াদী ভিসা সাধারণত ৬ মাসের জন্যে বৈধ ভিসার জন্যে আবেদন করতে হয়। কানাডার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে তাদের অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদন ফি পরিশোধ করতে হবে। আপনি চাইলে নিজের ক্রেডিট কার্ড দিয়েও সেটি পরিশোধ করতে পারেন।
ভিসার জন্যে নিয়ম অনুযায়ী আবেদনকারীর ব্যক্তিগত কিছু নথি পত্র জমা দিতে হয় যেমন, পাসপোর্ট কপি, ছবি, ব্যাংক এবং স্টেটমেন্ট। তার সাথে ভ্রমন পরিকল্পনার কিছু তথ্য ও জমা দেয়া প্ৰয়োজন পড়ে যা আপনি যে পুনরায় কানাডা ত্যাগ করবেন তার প্রমান হিসেবে কাজ করবে।
এরপর, আবেদনকারীর ব্যক্তিগত তথ্য এবং ভ্রমণ পরিকল্পনার সাথে কিছু নথি জমা দিতে হয়। সাধারণ নথিগুলোর মধ্যে পাসপোর্টের কপি, ছবির কপি, ব্যাংক স্টেটমেন্ট এবং যাত্রার পরিকল্পনা অন্তর্ভুক্ত। এই নথিগুলি প্রমাণ করে যে আবেদনকারী কানাডায় আসার পর ফিরে আসবে।
অবশেষে, আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় সাক্ষাৎকারের জন্য ডাকার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকারে আবেদনকারীর উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। সব কিছু ঠিক থাকলে, ভিজিট ভিসা দ্রুত পাওয়া যায়।
কানাডা ভিজিট ভিসা এম্বাসি ফি কত
অনলাইনে অনেকে কানাডা ভিজিট ভিসা এম্বাসি ফি কত এই কথা জানার আগ্রহ প্রকাশ করে যাওয়ার আগে বিশেষ করে । কানাডা ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের নির্ধারিত কিছু পরিমাণ ফি প্রদান করতে হয় আবেদনকারীকে।
ভিজিট ভিসার ফি কানাডিয়ান সরকার দুই ভাগে নিয়ে থাকেন একটি হলো সার্ভিস ফি আরেকটি হলো ভিসা আবেদন ফি। স্বাভাবিক ভাবে, স্বল্পমেয়াদী ভিজিট ভিসার জন্য ফি হলো প্রায় ১০৫ কানাডিয়ান ডলার (CAD) হয়। তবে অনেকক্ষেত্রে এই ফি এর কিছু পরিমান উত্তান পতন হয়ে থাকেন সেটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে।
কানাডার ভিজিট ভিসা ফি অনলাইন ব্যাংকের মাধ্যমে পরিশোধ বা ট্রান্সফার করতে হয় অথবা আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেও আবেদনের ফি পরিশোধ করতে পারবেন। অথবা ব্যাংক ট্রান্সফার করে ও ভিজিট ভিসা ফি দিতে হয় ।
কানাডার ভিজিট ভিসার ফি আবেদন করার শুরুতেই পরিশোধ করে দিতে হয় এবং আপনার ফি জমা হয়ে গেলে রিসিট পেয়ে যাবেন। তবে এই টাকা পরিশোধ করার রিসিট পরর্বতীতে সময়ের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
তাছাড়াও বায়োমেট্রিক পদ্বতিতে আপনার আংগুলের ছাপ নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়া অনুযায়ী আরো ৮৫ কানাডিয়ান দলের নেওয়া হয়। সঠিক তথ্য ও ফি মেনে চললে কানাডা ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম
বিশ্বের অনেক দেশে মানুষ ভিজিট ভিসা নিয়ে যায় বিশেষ করে উন্নত রাষ্ট্র গুলির মধ্যে। আবার বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মানুষ ভিজিট করে খুবই কম।সেহেতু যে দেশে ভিজিটর বেশি সেখানে ভিজিট ভিসা প্রসেসিং হতে একটু সময় লাগার কথা।
আর যে দেশে ভিজিটর কম যায় সে দেশে ভিসা প্রসেসিং টাইম খুবই কম। বিশেষ করে ২০ দিনের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যায়। কারণ সেখানে আবেদনের জন্যে তেমন কোন চাপ থাকে না তাই সময় ও কম লাগে।
একদম সোজা ভাবে বলতে গেলে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম হলো ৪৫ দিন। কিভাবে এই সময় বা ভিজিট ভিসা প্রসেসিং টাইম লাগে তা আমরা বর্ণনা করার চেষ্টা করছি।
একটি ভিসা প্রসেসিং টাইম হলো নূন্যতম ২০ দিন পর্যন্ত। অনেক ক্ষেত্রে এই সময় ৩০ পর্যন্ত ছাড়িয়ে যায়। এবার ভিসা প্রসেসিং হয়ে গেলে এটি আরো খুটিনাটি সব কাজ শেষ হয়ে বের হতে আরো ১৫ দিন পর্যন্ত লেগে যায়।
এই ক্ষেত্রে আপনার কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে ৪৫ দিনের মধ্যে হওয়ার কথা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কানাডার ভিজিট ভিসা প্রসেসিং টাইম লেগে যায় প্রায় ২ মাস বা ৮ সপ্তাহের মত।
কানাডা ভিজিট ভিসা রিকুইরেমেন্টস
যেকোন দেশে যাওয়ার জন্যে কিছু ডকুমেন্ট বা নিজের তথ্য পত্র দিয়ে ভিসা প্রসেসিং করতে হয়। সেটি ভিজিট ভিসার জন্যে বা কাজের ভিসার জন্যে। কানাডা ভিজিট ভিসা রিকুইরেমেন্টস ও রয়েছে কিছু । আমরা লিস্ট আকারে নিচে সেগুলি জানবো যেন সুবিধা হয়।
- আবেদন ফর্ম পূরণ করতে হবে (কানাডার অফিসিয়াল সাইট থেকে)
- অন্তত ৬ মাস মেয়াদ রয়েছে এমন পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি ( ৩৫ মিমি x ৪৫ মিমি মাপের নতুন ছবি )
- ব্যাংক স্টেটমেন্ট এবং তারসাথে ব্যক্তিগত স্যালারি সিট আরো অন্যান্য অর্থনৈতিক দলিল।
- ভ্রমণের পরিকল্পনার জন্যে কিভাবে, কখন এবং কোথায় ভ্রমণ করবেন তার পরিকল্পনার জন্যে কাগজপএ।
- আবাসনের প্রমান (কোন হোটেল বুকিং কোরেশন বা কোন বন্ধুর ঠিকানা )
- আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা একটি চিঠি
- ভ্রমণের জন্যে টিকিট দেখানো জরুরি ভ্রমণের পূর্ববর্তী ও পরবর্তী টিকেটের কপি।
- আপনার প্রিয়জনের সাথে সম্পর্কের প্রমান (বন্ধু বা পরিবারের সম্পর্ক)
- বায়োমেট্রিক এর কাগজপত্র জমা দেওয়া প্রয়োজন। (আঙুলের চাপ )
- প্রয়োজনে কনস্যুলেট বা অ্যাম্বাসিতে সাক্ষাৎকার।
- ভিসা আবেদনের জন্য নির্ধারিত ফি পরিশোধ করার স্লিপ।
কানাডা ভিজিট ভিসা রিকুইরেমেন্টস হিসেবে উপরোক্ত সকল কিছু নীতি অনুসারে জমা দিলে আপনার কানাডা ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
কানাডা ভিজিট ভিসা বয়স কত লাগে
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি। এখন আমরা কানাডা ভিজিট ভিসা বয়স কত লাগে সেই সম্পর্কে জানাবো।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্যে নির্দিষ্ট বয়স সীমা থাকলেও কানাডা ভিজিট ভিসা বয়স সীমা কোন বাধা নেই। যেকোন বয়সের ব্যক্তিরা এই ভিজিট ভিসার জন্যে আবেদন করতে পারে।
তবে মনে রাখতে হবে যে, ১৮ বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক দের জন্যে কানাডা ভিজিট ভিসার কিছু বিষয় লক্ষ্য করা যায়। যেমন অভিবাবকের অনুমতি প্রয়োজন পড়ে। এইক্ষেত্রে তার পিতার আর্থিক প্রমান দেখতে হয় এবং সন্তানের ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে প্রমান দেখতে হয়।
বয়স্ক মানুষের জন্যে কানাডা ভিজিট ভিসা পাওয়ার সম্ভবনা খুবই বেশি। যতবেশি বয়স্ক মানুষ হয় তাদের জন্যে খুবই সুবিধা কানাডা ভিজিট ভিসা পাওয়ার জন্যে। তার কারণ হচ্ছে বয়স্ক মানুষেরা ভিজিট বা ভ্রমণ শেষে দেশে ফিরে আসার নিশ্চয়তা বেশি খুঁজে।
অতএব, বয়স একটি ফ্যাক্টর হলেও, অন্য বিষয়গুলোও ভিসা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের জন্য সব ধরণের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত ।
প্রয়োজনীয় কিছু জিজ্ঞাসিত প্রশ্নাবলী
কানাডা ভিজিট ভিসার সময় কতদিন বাড়ানো যায় ?
কানাডা ভিজিট ভিসার সময় আরো ১৮০ দিন বাড়ানো যায়। তবে এর জন্যে নির্দিষ্ট কোন কারণ দেখানো প্রয়োজন পড়ে।
কানাডা ভিজিট ভিসার এম্বাসি বাংলাদেশে কোথায় অবস্থিত ?
বাংলাদেশে কানাডার এম্বাসি ঢাকার গুলশানে-২ এ অবস্থিত, যার বাড়ির নাম্বার হলো ১৬ এবং রোড নাম্বার হচ্ছে ৪৮ ।
কানাডা ভিজিট ভিসা নিয়ে কাজ করা যায় কি ?
হ্যা অবশ্যই কাজ করা যায় কানাডার ভিজিট ভিসা নিয়ে। তবে সেটি ভিজিট ভিসা প্রসেসিং এর সময় উল্লেখ করা খুবই প্রয়োজন তাছাড়া কাজ করা অসম্ভব।
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম নিয়ে শেষ কথা
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম নিয়ে অনেক্ষন ধরে বলা হয়েছে। সর্বোপরি সকল ডকুমেন্ট বা কাগজ পত্র সঠিক উপায়ে জমা দিলে খুব সহজে সঠিক সময়ের মধ্যে অর্থাৎ উপরোক্ত সময়ের যে আলোচনা হয়েছে সেই সময়ের ভিতরে কানাডা ভিজিট ভিসা পাওয়া যায় ।
কানাডার ভিজিট ভিসার আবেদন করতে যা লাগবে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url