মাথা ন্যাড়া করার পর করণীয় এবং মাথা ন্যাড়া করার পর কি উপকারিতা


মাথা ন্যাড়া করার পর করণীয়


সূচীপত্রঃমাথা ন্যাড়া করার পর করণীয়। মাথা ন্যাড়া করার নিয়ম বহুবছর ধরে চলে আসছে। মাথা ন্যাড়া করলে অনেকে আরাম উপভোগ করে থাকে তাই ঘন ঘন মাথা ন্যাড়া করে। কিন্তু মাথা ন্যাড়া করলেই তো শেষ নই। অনেকে জানতে চাই যে মাথা ন্যাড়া করার পর করণীয় কি থাকে । 

আজকের পাতায় আমরা লিখার চেষ্টা করবো যে মাথা ন্যাড়া করার পর করণীয় কি এবং মাথা ন্যাড়া করার পর চুলের যত্ন, মাথা ন্যাড়া করার পর কি উপকারিতা, মাথা ন্যাড়া করার পর অপকারিতা, মাথা ন্যাড়া করলে পরে কি চুল পড়া বন্ধ হয় এবং মাথা ন্যাড়া করার পর কি নতুন চুল গজায় এইসব অজানা কথা নিয়ে আজকের এই আর্টিকেল সাজিয়েছি ।

মাথা ন্যাড়া করার পর চুলের যত্ন


অনেকে একটু স্বস্তি পেতে মাথা ন্যাড়া করে থাকে। শুধু মাথা ন্যাড়া করলেই সব শেষ হয়ে যায় না । মাথা ন্যাড়া করার পর চুলের যত্ন নিতে হয় ভালো করে। চুল বলতে আসলে সেই সময় তো আর চুল থাকে না । কিন্তু মাথার যত্ন নিতে হয় যেন ভালো করে চুলের বৃদ্ধি পাই । এটি তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে । 


মাথা ন্যাড়া করার পর কয়েকদিন ভালো করে মাথার স্কিনের যত্ন না নিলে অনেক সমস্যার সম্মুখীন হয়। মাথার ত্বক ভালো করে পরিষ্কার রাখুন বিশেষ করে কয়েদিন। যেমন আপনি চাইলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন হালকা হালকা করে তারপর ধুয়ে ফেলুন। এতে করে মাথার ত্বক তৈলাক্ত ভাব এবং ময়লা দূর করতে সহায়তা করে। 


এরপর ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন ত্বককে যেন শুস্কতা থেকে রক্ষা করে। মাথার ত্বক সূর্যের রশ্মি থেকে দূরে রাখুন এই ক্ষেত্রে মাথায় টুপি ব্যবহার করতে পারেন।   


মাথার ত্বক যদি শুষ্ক হয়ে যায় বা ত্বকে চুলকানি থাকে এক্ষেত্রে প্রাকৃতিক তেল ব্যবহার করতে পারেন অথবা আলোভেরা ব্যবহার খুবই ভালো হতে পারে। এইগুলি আপনার মাথার ত্বককে শান্ত রাখবে সাথে হাইড্রেট করবে। 


যখন আপনার মাথায় ধীরে ধীরে চুল উঠতে শুরু করবে তখন চুলের গোড়ায় নারিকেল তেল মালিশ করতে পারেন যেটি আপনার চুলের গোড়া শক্ত করবে এবং রক্ত সঞ্চালন করবে এবং আপনার চুল বৃদ্ধিতে খুবই সহায়তা করবে। এই পদ্বতি অনুসরণ করে আপনার মাথা ন্যাড়া করার পর চুলের যত্ন নিতে পারেন। 

মাথা ন্যাড়া করার পর করণীয়


মানুষ মাথা ন্যাড়া দুটি কারণে। একটি হচ্ছে ত্বকের যত্ন আরেকটি হলো সুন্দর চুলের জন্যে। এই দুটি চাহিদা যদি পূরণ করার জন্যে চিন্তা করেন তাহলে আপনার মাথা ন্যাড়া করার পর করণীয় কিছু কাজ রয়েছে। যেমন 


  • মাথা ন্যাড়া করার পর ভালো করে ধুয়ে ফেলুন হালকা শ্যাম্পু দিয়ে। 
  • ন্যাড়া মাথার ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্যে টুপি ব্যবহার করুন। 
  • মাথায় প্রাকৃতিক তেল ব্যবহার করুন যেমন নারিকেল তেল, অলিভ অয়েল অথবা তিল তেল। এইগুলি আপনার চুলের গোড়ার জন্যে খুবই উপকারী যা অপার চুলের গোড়ার রক্ত সঞ্চালন করতে খুবই উপকারী। 
  • মাথা যেন শুষ্ক না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখুন এতে আপনি ময়েশ্চার বা এলোভেরা ব্যবহার করতে পারেন। 

মাথা ন্যাড়া করার পর কি উপকারিতা


দেখবেন অনেকে খুব বেশি পরিমানে মাথা ন্যাড়া করে ফেলে। অনেকে চুলের অস্বস্তির কারণে আবার অনেকের মাথায় চুলের গোড়ায় কোষ মরে গিয়ে ময়লার সৃষ্টি করে থাকে। কিন্তু আপনি জানেন কি মাথা ন্যাড়া করার পর কি উপকারিতা রয়েছে। যদি না জেনে থাকেন বা জানার জন্যে এই আর্টিকেলে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় চলে এসেছেন। 

  • মাথা ন্যাড়া করা এটি স্বাস্থকর অভ্যাস যা উপকারিতা রয়েছে প্রচুর 
  • মাথা ন্যাড়া করলে মৃত কোষগুলি পরিষ্কার করা যায় আপনাকে স্বস্তি দেবে অনেক। 
  • মাথা ন্যাড়া করলে ত্বকের সংক্রমণের ঝুঁকি কমায়। 
  • মাথা ন্যাড়া করার পর নিজেকে উজ্জীবিত করা যায় যা মানসিক পুনর্জাগরণ হতে পারে।
  • মাথা ন্যাড়া করার পর চুলের যত্নের জন্যে একটি পরবর্তী সুন্দর সিদ্ধান্ত হতে পারে যা চুলের সুন্দর্য্য বর্ধনের জন্যে উপকারী। 
  • মাথা ন্যাড়া করা সহজ ও সাশ্রয়ী। 
  • মাথা ন্যাড়া করার পর ত্বক কম ঘামে। 
  • মাথা ন্যাড়া করার পর ত্বক ঠান্ডা থাকে। 
  • অস্থিরতা অনেকটা দূর হয়ে যায়। 
  • চুলের যত্নের জন্যে এটি পরবর্তী পদক্ষেপ হতে পারে।  

মাথা ন্যাড়া করার পর অপকারিতা


সব সময় সব প্রয়োজন আমাদের উপকার বয়ে আনে না কিছুটা অপকার ও বয়ে নিয়ে আনে। ঠিক তেমন ভাবে মাথা ন্যাড়া করার পর অপকারিতা রয়েছে কিছু নিশ্চয়। আমরা এতক্ষন মাথা ন্যাড়া করার পর করণীয় কি, উপকারিতা কি, মাথা ন্যাড়া করার পর চুলের যত্ন নিয়ে কথা বলেছি এবার তাহলে অপকারিতা নিয়ে একটু জেনে আসি। 


  • মাথা ন্যাড়া করার পর মাথার ত্বক সংবেদনশীল হয়ে উঠে। 
  • মাথা ন্যাড়া করার পর সূর্যের আলোতে মাথার ত্বক পুড়ে যেতে পারে যদি টুপি ব্যবহার না করেন। 
  • মাথা ন্যাড়া করার পর ত্বকের আর্দ্রতা দ্রুত হারায়। 
  • মাথা ন্যাড়া করার পর ত্বক সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারে
  • শীতকালে চুল না থাকলে বা মাথা ন্যাড়া করার পর ঠান্ডার প্রভাব বেশি অনুভূত হয় এবং ঠান্ডা জনিত অসুস্থতার ঝুঁকি থাকে। 
  • মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে জ্বালাপোড়া বা র‍্যাশ হতে পারে। 
  • সহজে কাটা গেলে তা স্পষ্ট এবং কস্টকর হয়ে উঠে। 

মাথা ন্যাড়া করার পর কি চুল পড়া বন্ধ হয়


অনেকের কিন্তু ভ্রান্ত ধারনা ধারণ করে বসে আছে যে মাথা ন্যাড়া করার পর চুল পড়া বন্ধ হয়। আসলে এটি একদম সত্য নই।মাথা ন্যাড়া করার পর চুল বন্ধ হয় না এবং ঘনত্ব ও হয় না। 


কারণ চুল পড়া এটি একদম জ্যানেটিক একটি বিষয় যা হরমোনের প্রভাবের উপর নির্ভর করে। এইজন্যে মাথা ন্যাড়া করার মাধ্যমে স্থায়ীভাবে রোধ করা যায় না।

 

তবে মাথা ন্যাড়া করার পর চুল পড়া স্থায়ীভাবে রোধ করা না গেলেও ত্বকের স্বাস্থ্য রক্ষা করা যায় মৃত কোষকে পরিষ্কার করা যায় বা খুশকি মুক্ত করা যায়। এছাড়া ও চুলের সামগ্রিক উন্নতি করতে সহায়ক হতে পারে। 


এই চুল পড়া যদি কারো মধ্যে জ্যানেটিক হয়ে থাকে তাহলে আপনি মাথা ন্যাড়া করলেও চুল পড়া রোধ করতে পারবেন না এবং ঘনত্ব, সংখ্যার ও পরিবর্তন করতে পারবেন না। 


এর কারণ হচ্ছে মানুষের মাথার ফলিকল অপরিবর্তিত থেকেই যায়। তবে আপনি চিকিৎসা পদ্বতির মাধ্যমে কিছটা সমস্যা সমাধান করতে পারেন যেমন মিনোক্সিডিল বা ফিনাস্টেরাইড নামক ঔষধ সেবন বা হেয়ার ট্রান্সপ্লেন্টেশনের মতো পদ্বতি গ্রহণ করতে পারেন।


 তাছাড়া মাথা ন্যাড়া করার পর চুল পড়া বন্ধ করা যায় না পরন্তু কিছুটা চুল পড়ার সমস্যা আড়াল করতে পারেন। 

মাথা ন্যাড়া করার পর কি নতুন চুল গজায় 


আমাদের সমাজে একটি কথা বিশেষ করে বাঙালিদের মধ্যে প্রচলিত আছে যে ঘন ঘন মাথা ন্যাড়া করার পর নতুন চুল গজায়। আসলে এই ধারনা অনেকদিন ধরে চলে আসছে যা একটি সম্পূর্ণ ভুল ধারণা এবং কুসংস্কার ।

এর কারণ স্বরূপ অনেক পুষ্টিবিদরা বলেছেন যে একজন শিশু জন্ম নেওয়ার পর তার মাথায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার চুলের বীজ নিয়ে জন্ম নেয় যা সঙ্গে সঙ্গে চুলের বীজ গুলি থেকে চুল গজায় না। আবার কিছু বছর যেতে যেতে চুলের বীজ গুলি থেকে সব চুল গজিয়ে যায়। 


এখানে যারা মাথা ন্যাড়া করার পর কি নতুন চুল গজায় এই প্রশ্ন নিয়ে যারা এসেছেন তাদেরকে বলি, ন্যাড়া মাথায় কখনো নতুন চুল গজায় না কারণ নতুন চুলের বীজ মাথা ন্যাড়া করলেই জন্ম নেই না। এই চুলের বীজের কোন তারতম্য হয় না পরন্তু ধীরে ধীরে চুল পড়ে যায় শরীরিক কিছু কারণে বিশেষ করে জেনেটিক কারণে। 


আবার চুলের ও মানুষের মত শিশু, কৈশোর, যৌবন এবং বৃদ্ধ অবস্থায় জীবন যায়। তাই বয়সের সাথে সাথে মানুষের চুল পড়ে যায়। আবার যাদের শারীরিক ভাবে পুষ্টির অভাব থাকে না তাদের মধ্যে চুলের স্থায়িত্ব বেশি দিন থাকে। 

মাথা ন্যাড়া করার পর করণীয় সম্পর্কে শেষ মন্তব্য


মাথা ন্যাড়া করার পর করণীয় নিয়ে আমাদের শেষ কথা হলো যদি আপনার মাথায় কোন খুশকি কিংবা কোষ মরে গিয়ে ময়লা জমে থাকার মত সমস্যা না থাকে তাহলে মাথা ন্যাড়া করার দরকার নেই। মাথা ন্যাড়া করার পর করণীয় হিসেবে উপরে যা কিছু বলা হয়েছে তা ভালো করে ফলো করলেই আশা করি আপনার জানার অবসান ঘটবে। ধন্যবাদ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবেন এবং সর্বোপরি নিজেকে ভালোবাসবেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪