রুট ক্যানেল করার নিয়ম কি রুট ক্যানেল এবং ক্যাপ খরচ কত

রুট ক্যানেল করার নিয়ম


সূচীপত্রঃরুট ক্যানেল করার নিয়ম। দাঁত মানব শরীরের একটি অমূল্য সম্পদ। দাঁত নিয়ে  প্রবাদ বাক্য সবার জানা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুজতে হয়। এই দাঁত যদি কোন কারণে সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু যন্ত্রণার শেষ নেই। আজকে তাই আমরা দাঁতের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো । 

যেমন দাঁতের রুট ক্যানেল কেন করা হয়, রুট ক্যানেল করার নিয়ম, রুট ক্যানেল ও ক্যাপ খরচ, রুট ক্যানেল করার পর ব্যাথা, রুট ক্যানেল করার নিয়ম, রুট ক্যানেল করতে কত দিন লাগে, দাঁতের রুট ক্যানেল কেন করা হয়, রুট, ক্যানেলের ক্ষতিকর দিক এবং রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় । 


এই সব দাঁতের সমস্যা সমাধান নিয়ে আজকের আর্টিকেল। সাথেই থাকুন আশা করি দাঁতের সমস্যা সমাধান নিয়ে আরো অনেক কিছু জানতে পারবেন । 

দাঁতের রুট ক্যানেল কেন করা হয়


দাঁতের রুট ক্যানেল হলো অত্যন্ত প্রয়োজনীয় একটি চিকিৎসা পদ্বতি। আবার অনেকে জানেনা যা রুট ক্যানেল কি এবং দাঁতের রুট ক্যানেল কেন করা হয়। রুট ক্যানেলকে এন্ডোডেন্টিক থেরাপি বা এন্ডোডেন্টিক ট্রিটমেন্ট। এটিকে রুট ক্যানেল থেরাপি বলে। 


দাঁতের মজ্জার সংক্রমন থেকে রক্ষা করার চিকিৎসা। ভবিষ্যতে যেন দূষিত জীবাণু কোন আক্রমণ করতে না পারে বা দূষিত দাঁতকে রক্ষা করায় হলো এর উদ্দেশ্য। এটি সংক্রমিত দাঁতকে রক্ষা করার জন্যে এবং পরবর্তীতে ওই সংক্রমিত দাঁতকে যেন ব্যাকটেরিয়ার কবলে পড়তে না হয়।  

রুট ক্যানেল ও ক্যাপ খরচ


দাঁতের রুট ক্যানেল সম্পর্কে এতক্ষন ধরে জেনেছেন। রুট ক্যানেল করার নিয়ম কি সেটাও আমরা পরবর্তী ধাপে বলবো তার আগে রুট ক্যানেল ও ক্যাপ খরচ কত হতে পারে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। 


দাঁতের রুট ক্যানেল করার আগে দেখতে হয় কোন দাঁতের কি অবস্থা এবং সমস্যা কতোটুকু হয়েছে। দাঁতের এক্স রে করার পর আক্রান্ত দাঁতের অবস্থান জানার পর এই পরিস্থিতি গুলি দেখে, বুজে ভালো করে তারপর নির্ণয় করা হয় দাঁতের রুট ক্যানেল খরচ কত পড়তে পারে। 


তবে দাঁতের রুট ক্যানেল করতে সাধারণ ভাবে ৭০০০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। অবস্থা এবং মেটেরিয়ালের খরচ অনুযায়ী দাম বেশি বা কম হতে পারে। দাঁতের রুট ক্যানেল করার পর ক্যাপ লাগাতে হলে এর দাম রুট ক্যানেল খরচের সাথে বাড়তি যোগ হবে। 

রুট ক্যানেল করার পর ব্যাথা


দাঁতের অবস্থান নির্ধারণ করার পর সাধারণত রুট ক্যানেল করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে রুট ক্যানেল করার পর ব্যথা থেকে যায়। এই সমস্যায় অনেকে পড়ে। তবে আপনি ও যদি এই সমস্যা পড়ে জানতে এসে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে এসে গেছেন বলেন আমরা মনে করি। 


দাঁতের রুট ক্যানেল করার পর ব্যথা হওয়ার কিছু কারণ তো রয়েছে। তারমধ্যে একটি হলো সংক্রমিত দাঁত চিকিৎসা চলাকালীন সময়ে যদি সম্পূর্ণ রূপে ব্যাকটেরিয়া দূর না হয়ে ব্যাকটেরিয়ার জীবাণু ভিতরে থেকে যায় তাহলেও রুট ক্যানেল করার পর ব্যাথা হতে পারে। 


এই ক্ষেত্রে একটি নির্দিষ্ঠ সময়ের জন্যে এন্টিবায়োটিক ঔষধ দেওয়া যেতে পারে ব্যথা নির্মূল হওয়ার জন্যে।  আবার অনেক সময় দাঁতের রুট ক্যানেল করার পর শক্ত খাবার খাওয়ার সময় প্রেশার রুট ক্যানেল করা দাঁতের উপর পরে তাহলেও রুট ক্যানেল করার পর দাঁত ব্যথা হতে পারে।  


এছাড়াও কখনো রুট ক্যানেল করা দাঁতের ফিলিং যদি কোন কারণে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে তখনো এই ব্যথার সৃষ্টি হতে পারে। 

রুট ক্যানেল করার নিয়ম


রুট ক্যানেল নামটি শুনলে অনেকে ভয় পাই। তাই অনলাইনে সার্চ করে থাকে যে রুট ক্যানেল করার নিয়ম সম্পর্কে। কিন্তু আসলে রুট ক্যানেল করার নিয়ম সহজে বলনে অনেক তেমন কঠিন নই । 


প্রথমে আপনার দাঁত যেটি সমস্যা হয়েছে সেটি ভালো করে পরীক্ষা করে এক্সরে এর মাধ্যমে এর অবস্থান সনাক্ত করবেন। পরে সেই দাঁতের আসে পাশে একটি চেতনা নাশক ইনজেকশনের মাধ্যমে অসাড় করে দেওয়া হয় । 


তারপর দাঁতের ভেতরে থাকা মজ্জাকে অপসারণ করে ফেলা হয়। যদিও একটু সময় সাপেক্ষ। এই অপসারিত মজ্জার জায়গায় কৃত্রিম ভাবে কিছু উপাদান দিয়ে ফিলিং করে দেওয়া হয় বা ভরাট করে দেওয়া হয় এটিকে রুট ক্যানেল করা বলা হয় । 


রুট ক্যানেল থেরাপি বা এন্ডোডেন্টিক চিকিৎসা অত্যন্ত পুরাতন একটি প্রক্রিয়া এই রুট ক্যানেল করার সময় ব্যথা পাওয়ার কোন ভয় নেই। অনেকে ভয় পাই যার দরুন রুট ক্যানেল করতে চাই না। বর্তমানে চিকিৎসা পদ্বতি আরো অনেক উন্নত হওয়ার কারণে চিকিৎসা হাতের নাগালেই এবং সহজলভ্য । 

রুট ক্যানেল করতে কত দিন লাগে


দন্ত চিকিৎসা অনেক পুরোনো চিকিৎসা এই দন্ত চিকিৎসা বিজ্ঞান একটি আলাদা ডিপার্টমেন্ট। এই দন্ত চিকিসায় রুট ক্যানেল করার নিয়ম এবং কেন করা হয় কত খরচ হয় এই বিষয় গুলি জেনেছি। এবার আমরা জানবো রুট ক্যানেল করতে কতদিন সময় লাগতে পারে।  


রুট ক্যানেল গুরুত্বপূর্ণ এবং অবশ্যম্ভাবী চিকিৎসা রুট ক্যানেলের সমস্যার কারণে মাথা যন্ত্রনা,কানে ব্যথা এমনকি চোখে পর্যন্ত ইনফেকশন হয়ে থাকে। তাই রুট ক্যানেল না করা হলে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 


তবে রুট ক্যানেল করতে দিন পর্যন্ত সময় লাগে না। কোন দাঁতের মজ্জার মধ্যে যদি ইনফেকশন হয় তাহলে সেটির সমস্যা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্নয় করে রুট ক্যানেল করতে সময় লাগে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত। অনেক ক্ষেত্রে বেশি সমস্যা হলে বড়জোড় ৪ ঘন্টা পর্যন্ত লেগে যায় । অনেক ক্ষেত্রে একদিন ও সময় লাগতে পারে । আবার যাদের মধ্যে বোয়েসেলিং বা ফোলা ভাব রয়েছে তাদের ক্ষেত্রে দুই মাস ও লাগতে পারে । 


দাঁতের রুট ক্যানেল করার পর কিছু দিনের জন্যে দাঁতে অস্বস্তি লাগতে পারে। কোন কোন মানুষের ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে নই। যদি এই রকম মনে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে যত্ন নিলে দাঁত দীর্ঘদিনের জন্যে সুস্থ থাকে। 

রুট ক্যানেলের ক্ষতিকর দিক


রুট ক্যানেল দাঁতের চিকিৎসার জন্যে একটি কার্যকরি সমাধান হলেও এই রুট ক্যানেলের ক্ষতিকর কিছুটা দিক রয়েছে যেগুলি জানা খুব প্রয়োজন বলে আমরা সবাই মনে করি যেমন,  


রুট ক্যানেলের পর দাঁতের সংবেদনশীলতা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

রুট ক্যানেল করা দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া জমে যাওয়ার সম্ভাবনা থাকে।

রুট ক্যানেল করা দাঁতের কাঠামো দুর্বল হয় বলে ভাঙ্গনের সম্ভাবনা থাকে বেশি। 

রুট ক্যানেল করা দাঁতের মধ্যে কখনো কখনো ক্রাউন লাগানোর প্রয়োজন হতে পারে। 

রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়


দাঁতের রুট ক্যানেল করার পর অনেকের প্রশ্ন জাগে যে রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় বা পুনরায় কি আবার রুট ক্যানেল করার দরকার হতে পারে ? আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই আর্টিকেলে। 


যদিও দাঁতের রুট ক্যানেল দাঁতের মজ্জাকে অপসারণ করে ফিলিং করিয়ে দেওয়ার মাধ্যমে হয়ে থাকে। তারপর ও রুট ক্যানেল কতদিন স্থায়ী হয় এটি নির্ভর করে সঠিক চিকিৎসা এবং যত্নের উপর। 


তবে একবার রুট ক্যানেল করা দাঁত বিশেষ করে ১০ থেকে ১৫ বছর বা তার ও অধিক সময় ধরে টিকে থাকে । কিন্তু মনে রাখতে হবে এত বছর টিকিয়ে রাখার জন্যে আপনাকে ডেন্টিসের পরামর্শ অনুযায়ী ব্রাশ করা ও ফ্লস করা সঠিক পদ্বতিতে করতে হবে এবং যথেষ্ঠ যত্নের দরকার হয়। 


কারণ সঠিক যত্ন করা রুট ক্যানেল করা দাঁত দীর্ঘদিন স্থায়ী থাকে। আবার রুট ক্যানেল দাঁতের কাঠামো দুর্বল হয় তাহলে কম সময়ে স্থায়িত্ব নষ্ট হয়ে যায় ।  

রুট ক্যানেল করার নিয়ম সম্পর্কে শেষ কথা


রুট ক্যানেল করার নিয়ম, রুট ক্যানেল কেন করবেন, কতটাকা খরচ হয় এবং রুট ক্যানেলের ক্ষতিকর দিক নিয়ে আমরা অনেক আলোচনা আমরা এই আর্টিকেলে করেছি। আশা করি আপনাদের মধ্যে আর তেমন কোন সংশয় থাকার কথা নই। পরিশেষে একটি কথা দাঁতের সমস্যা হলে দীর্ঘদিন সময় নষ্ঠ না করে রুট ক্যানেল করিয়ে ফেলা খুবই জরুরি। আশা করি এতে অল্প বয়সে দাঁত হারানোর ভয় আর থাকবে না । 

সাদা মনের প্রশ্ন ( FAQ )


রুট ক্যানেল না করা হলে কী ধরনের সমস্যা হতে পারে ?

রুট ক্যানেল করার নিয়ম অনুযায়ী রুট ক্যানেল না করলে সমস্যা হওয়া দাঁত পরবর্তীতে ফেলে দেওয়ার প্রয়োজন হয়। তানাহলে পাশের দাঁতটিকে খুবই ক্ষতিগ্রস্থ করতে পারে । 


রুট ক্যানেলের করার প্রয়োজন কখন হয় ? 

রুট ক্যানেল করার প্রয়োজন হয় যখন দাঁতের মজ্জা বা পাল্পে গুরুতর সংক্রমণ বা ক্ষতি হয়, যা তীব্র ব্যথা, ফোলা, বা দাঁতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ।


আপনার জন্যেঃ রুট ক্যানেল চিকিৎসা কি ? 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪