টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ । TVS 100cc Price in Bangladesh

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ - মানুষের জীবনের শখের কিছু জিনিসের মধ্যে মোটরসাইকেল একটি বিশেষ অবস্থান দখল করে আছে। আর সেটি যদি হয় টিভিএস মোটরসাইকেল তাহলে তো আর কথায় নেই। এই আনন্দ কখনো ভাষায় প্রকাশ করা যায় না। সেটা নিজের মধ্যে নিজেই উপভোগ করে ।

সূচীপত্রতাই আজকে আমরা এই আর্টিকেলে টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ নিয়ে কথা বলার জন্যে প্রয়াস করছি । আশা করি সঙ্গে থাকবেন কারন এর সাথে আমরা টি ভি এস মোটরসাইকেলের দাম, টিভিএস বাইক 125 সিসি এবং টিভিএস মেট্রো 100 সিসি ও tvs 100cc price in bangladesh সম্পর্কে ও কথা বলার চেস্টা করব ।

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ । টি ভি এস মোটরসাইকেলের দাম

মোটরসাইকেলের চাহিদা আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে । কারন মোটরসাইকেল মানুষের শখের অংশ হিসেবে মানুষ ব্যবহার করে থাকে। বাংলাদেশে অনেক মোটরসাইকেল কোম্পানী রয়েছে। কিন্তু তার মধ্যে আমরা কেন টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ নিয়ে কথা বলছি ?


কারন নিশ্চয় কিছু রয়েছে । আমরা আরেকটু গভীরে প্রবেশ করি। বাংলাদেশে টিভিএস মোটরসাইকেলের প্রাইস মোটামোটি হাতের নাগালে রয়েছে এবং  খুবই কম জ্বালানি খরচের মধ্যে এটি একটি জনপ্রিয় করে তুলেছে । 

ভারতের চেন্নায়ে এর সদর দফতর হলেও এই টিভিএস কোম্পানি হল বহুজাতিক  মোটরসাইকেল প্রস্তুতকারক এবং তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল কোম্পানি ভারতের মধ্যে। বিভিন্ন মাইলেজের বা বিভিন্ন CC উপর ভিত্তি করে মোটরসাইকেল তৈরী করে থাকেন । 


এই টিভিএস মোটরসাইকেল গুলির বিশেষত্ব হল কম জ্বালানি দিয়ে অনেক মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। এই টিভিএস এর বিস্তার দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ ও নেপাল মত দেশগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে। 


একেক মডেলের জন্যে একেক প্রযুক্তি দিয়েছে তারা । তাই এটি বেশি জনপ্রিয় হয়েছে বাইক প্রেমিকদের জন্যে। এদের কিছু জনপ্রিয় মডেল রয়েছে যেগুলি বেশি বিক্রয় হয়েছে। আমরা তার মধ্যে বিশেষ করে টিভিএস বাইক 125 সিসি এবং tvs 100cc price in bangladesh নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো । 


সাথে কিছু মডেলের ছবি এবং মোটরসাইকেলের জনপ্রিয় কিছু যেমন ১৫০ সিসি এবং ১২০ সিসি নিয়ে ও তুলে ধরার চেষ্টা করবো। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ডুয়াল ডিস্ক ।


এটিই বেশি ব্যবহার করে মানুষেরা তাই এটি নিয়ে বলার চেষ্টা করবো এবং তার সাথে কিছু টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ও আপনাদের সুবিধার্তে কিছু ছবি তুলে ধরবো । 

টিভিএস বাইক 125 সিসি । টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ  

টিভিএস মোটরসাইকেল বা টিভিএস বাইক125 সিসি বেশি পরিচিত এবং জনপ্রিয় বাইক বা মোটরসাইকেল। এটি কম জ্বালানীর কারণে বেশি পরিচিত লাভ করেছে। আপনি প্রতি ১০০ জনে ৬০ জনের মধ্যে এই মডেলের মোটরসাইকেলটি দেখতে পাবেন । 


এই টিভিএস মোটরসাইকেলের সবচেয়ে দেখার বিষয় হচ্ছে লং লাস্টিং, পারফর্মেন্স, টেকসই স্ট্রাকচার এবং মাইলেজ। এটির ওজন প্রায় ১১৭ কেজি। এই টিভিএস বাইক 125 সিসি এর ফুয়েল ট্যাংক হচ্ছে ১৪লিটার ৫০০ গ্রাম পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে। ভাল মানের মোটর সংযুক্ত করেছে এই মোটরসাইকেলে।


টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

এই টিভিএস বাইক125 সিসি মোটরসাইকেল কমপক্ষে ৬৭ কিমি পর্যন্ত যেতে পারে প্রতি লিটারে এবং সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে প্রতি ঘন্টায়। নিজের পায়ে কিক দিয়ে স্টার্ট করা যায় এবং ইলেক্ট্রিকের সাহায্যে ও এটি আপনি চালু করতে পারবেন । এই মোটরসাইলে বা বাইক টি  দুর্দান্ত ভাবে আপনার জীবনকে ও পরিচালনা করবে।


কয়েকটি রঙে রাঙিয়ে তৈরী করা হয়েছে। যেমন টাইটানিয়াম গ্রে কালার, রেড-ব্ল্যাক, ব্লু-ব্ল্যাক, গ্রিন-ব্ল্যাক এই সব কিছু কালারের যেকোন একটি আপনি নিজের মত করে ব্যবহার করতে পারেন । 

টিভিএস বাইক 125 সিসি এর মোটরের কিছু ক্ষমতা  

  • Cubic Capacity: 125 cc
  • Engine Displacement: 124.53 cc 
  • Engine Type: Single Cylinder, 4 Stroke, Air Cooled
  • Max Power: 10.86 BHP @ 8000 RPM
  • Max Torque: 10.8 Nm @ 6000 rpm
  • Bore x Stroke: 57 x 48.8 mm 
  • Compression ratio: 9.4:1
  • Fuel Supply: Carburetor
  • Starting Method: Kick and Electric
  • Transmission Type: Manual
  • Number of Gears: 4
  • Clutch Type: Wet-Multiplate

টিভিএস মেট্রো 100 সিসি । টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ  

ভারতীয় বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুকারী কোম্পানী হলেও এরা বর্তমানে অনেক নামী দামী অবস্থান দখল করেছেন, বিশেষ করে তাদের ভাল মানের জন্যে । ১২ লিটার পর্যন্ত ফুয়েল ট্যাঙ্ক সমৃদ্ব এই টিভিএস মেট্রো 100 সিসি মোটরসাইকেল খুবই জনপ্রিয় এবং বহুল বিক্রিত একটি মোটরসাইকেল । 

বাংলাদেশে বর্তমানে দিন দিন জানজটের পরিস্থিতি বাড়ছে । সেইক্ষেত্রে মানুষ ও মোটরসাইকেলের দিকে ঝুঁকছে । তাই জ্বালানী সাশ্রয়ী মোটরসাইকেল কিনার জন্যে মানুষ মুখীয়ে থাকে । সেই রকমের সুবিদা সম্পন্ন একটি মোটরসাইকেল হল এই টিভিএস মেট্রো 100 সিসি মোটরসাইকেল ।
 
টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ

এটিতে দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হল কে এস এবং ই এস মেথড । এইগুলিকে বলে কিক দিয়ে স্টার্টিং মেথড এবং ইলেকট্রিক স্টার্টিং মেথড । ভাল মানের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে এই মোটরসাইকেলটি । ১০০ সিসি' র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । যা আপনাকে ভাল মাইলেজ দিবে । সাথে লং লাস্টিং এবং ভাল পারফরমেন্স ।
 
সর্বোচ্চ ৯৫ কিমি পর্যন্ত পার ঘন্টায় স্পীড তুলতে পারবেন এই টিভিএস মেট্রো 100 সিসি দিয়ে । সিঙ্গেল এয়ার কুল ইঞ্জিন এবং ৪ স্টোক । তাই যেকোন জায়গায় আপনি যেতে পারবেন এমনকি আঁকা বাঁকা রাস্তা দিয়ে অনায়াসে যেতে পারবেন । তারপর এর ভিতর আবার অত্যন্ত সাশ্রয়ী মুল্যের হওয়ায় এটি বেশি জনমানুষের পছন্দ । 
বিশেষ দ্রষ্টব্যঃ মোটরসাইকেল নিয়ে আমাদের বিশেষ পরামর্শ থাকে যে, নিজে মোটরসাইকেলের শপে গিয়ে দেখে শোনে পছন্দের মোটরসাইকেল নিবেন । 

টিভিএস মেট্রো 100 সিসি এর কিছু ফিচার সমূহ 

  • এই টিভিএস ১০০ সিসি কমিউটার টাইপ বাইক
  • ১০০ সিসি পর্যন্ত কিউবিক ক্যাপাসিটি রয়েছে এই মোটরসাইকেলের
  • এটি ঘন্টায় ৯৫ কিমি পর্যন্ত গতি দিয়ে থাকে
  • ড্রাম ব্রেক টাইপ ব্রেক
  • সর্বাধিক টর্ক হল ৭.৮ Nm @ 5500 RPM
  • ইঞ্জিন হল একক সিলিন্ডার এবং ৪ স্ট্রোক 
  • টিউবলেস টায়ার
  • জ্বালানী ট্যাঙ্কের ধারন ক্ষমতা ১২ লিটার 
  • সর্বমোট ওজন ১০৩ কেজি
  • স্টার্টিং পয়েন্ট দুটি ভেরিয়েন্ট কিক স্টার্টিং এবং ইলেকট্রিক স্টার্ট 
  • সাসপেনশন টাইপ টেলিস্কোপিক হাইড্রোলিক

টিভিএস মেট্রো 100 সিসি সুবিধা ও অসুবিধা । Pros and Cons

সুবিধা
  • বাজেট বান্ধব কমিউটার বাইক 
  • জ্বালানীর ক্ষেত্রে খুব সাশ্রয়ী 
  • অত্যান্ত ভাল মাইলেজ দিয়ে থাকে
  • ইঞ্জিন কুল থাকে যদি স্বাভাবিক গতিতে চলে দীর্ঘক্ষন চালালে
  • লং লাস্টিং পারফরমেন্স দিয়ে থাকে 
অসুবিধা
  • হাইস্পীডে চালালে একটু নিয়ন্ত্রন করা কটিন হয়ে পড়ে হাইওয়েতে 
  • টিউবলেস হলেও টায়ার পাতলা
  • হেডলাইটে সমস্যা থ্রটল ছেড়ে দেওয়ার সাথে সাথে আলো কমতে থাকে
  • একটি ডিস্ক ব্রেক ও নেই 

২০২৪ সালে বাংলাদেশে টিভিএস মোটরসাইকেলের দাম । টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ ও ছবি 

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ
TVS Rockz 125 - ১৫৫,০০০/=
TVS Jive 110 - ১৩৪,৫০০/=
TVS XL 100 i-Touch - ৬৯,৯০০/=
টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ
TVS XL100 ES - ৬৯,৯০০/=
TVS Metro 100 KS - ৮৮,৯০০/=
টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ
TVS Metro 100  - ৯৩,৯০০/=
TVS Metro 100 - ৯৩,৯০০/=
টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ
TVS XL100 Comfort - ৫৬,৯০০/=

TVS XL 100 - ৫৯,৯০০/=
TVS Scooty Pep Plus - ১১০,০০০/=

TVS Wego 110 - ১৪৪,৯০০/=

TVS Metro Plus 110 Disc - ১০৮,৯০০/=

TVS Radeon 110 - ৯৯,৯০০/=

TVS Metro Plus 110 - ১০৩,৯০০/=

TVS Max 125  - ১৩২,৯০০/=

TVS Stryker 125 - ১১৫,৯০০/=

TVS Apache RTR 160 - ১৫৯,৯০০/=

TVS Apache RTR 160 4V DD - ১৭৯,৩০০/=

TVS Apache RTR 160 DD - ১৬৯,৯০০/=

TVS Apache RTR 160 4V - ১৬৭,৩০০/=

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে শেষ কথা

টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ এই সম্পর্কে আমরা অনেক কিছু বলেছি এবং খুব বেশি জনপ্রিয় দুইটি মোটরসাইকেলের রিভিও করেছি । আশা করি মনে আর কোন সন্দেহ থাকার কথা নই । তার পর ও আমরা বিভিন্ন দামের সাথে ও মডেলের সাথে আমরা কোথা হতে কিনবেন তার লিংক দিয়েছি । টিভিএস মোটরসাইকেল প্রাইস ইন বাংলাদেশ এই নামে সার্চ করলে খুব জনপ্রিয় অনলাইন সপ থেকে কিনে নিতে পারবেন । 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪