বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ এবং বাজাজ মোটরসাইকেল দাম ২০২৪ বাংলাদেশ

বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ

বাজাজ সিটি ১০০ কে এস বাংলাদেশ এর জন্যে জনপ্রিয় মোটরসাইকেল হিসেবে উত্থান হয়েছে। এটি দুর্দান্ত এবং খুবই সহজলভ্যতার কারণে এটি আরো বেশি মনের নিকটে এসেছেন মোটরসাইকেল প্রেমীদের কাছে।

 সূচীপত্রঃতাই আজকে আমাদের এই আর্টিকেলে বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ সম্পর্কে আলোচনা করবো এবং বিশেষ ভাবে আপনাদের বোধগম্য হয় মত করে আমরা বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকবেন। 

কিনার আগে কেন বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ সম্পর্কে জানবেন

নিশ্চয় আপনি কিছু কিনার আগে দেখে শুনে নেবেন বা তার বৈশিষ্ট গুলি সম্পর্কে জানবেন । আমরা এই বৈশিষ্ট সম্পর্কে জানাতে এসেছি বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ সম্পর্কে । 


ভারতের মহারাস্ট্র রাজ্যের পুনে থেকে বাজাজ কোম্পানী দুই অথবা তিন চাকা বিশিষ্ট মোটরসাইলে বা অটোরিকশা নির্মাতা কোম্পানী । এদের ভারত ছাড়া ও দুই চাকা বা তিন চাকার গাড়ির ভাল সুনাম রয়েছে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে অন্যান্য দেশেও ।


আধুনিক ডিজাইন এবং সহজল্ভ্যতার এবং সার্বিক সহায্যিক বৈশিষ্ট বিদ্যামান রয়েছে এই মোটরসাইকেলে । তার সাথে কার্যকারিতা অনুযায়ী সঠিক মুল্যের কারনে এই মোটরসাইকেল মানুষের বেশি নজর কেড়েছেন । 


বাজাজ সিটি ১০০ কেএস মোটরসাইকেলটি তার সহজে চালিত ইঞ্জিনের কারণেও অনেকটা মানুষের মনে জায়গা দখল করে নিয়েছে। এটি একটি কমিউটি বাইক বা মোটরসাইকেল। দ্রুত, সুস্থ ও নিরাপদ যাতায়াতের জন্যে বেশি পছন্দের হবে।


 দৈনন্দিন জীবনে যাদের বেশি যাতায়াতের প্রয়োজন হয় তাদের জন্যে নিরাপদে পথ পাড়ি দেওয়ার জন্যে বাজাজ সিটি ১০০ কেএস মোটরসাইকেল বেশি প্রয়োজনীয় হয়ে উঠবে বলে আশা বাদী ।

বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ রিভিউ

বাজাজ কোম্পানির বাজাজ সিটি ১০০ কেএস এর কিছু সাধারন বিষয় গুলি আগে জেনে নেওয়া যাক । এই মোটরসাইকেলকে সাধারন ভাবে Bajaj CT100 KS বলে মানুষ চিনে থাকে । কিন্তু এর মডেল হল CT100 এবং এর দাম বর্তমানে ৮৯,৫০০ /= টাকা । তবে কিছু কথা বলার থাকে যে, বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ এ দর দাম কিছু বেশি এবং কম হয়ে থাকে ।  


মোটরসাইকেল মানুষের সখের একটি গাড়ী । তাই কিনার জন্যে নিশ্চয় আপনাকে আগে বাহ্যিক বিষয় গুলি না দেখে ইঞ্জিন দেখে কিনা উচিত । তাই বাজাজ সিটি ১০০ কেএস মোটরসাইকেলের ইঞ্জিনের টাইপ হচ্ছে এয়ার কুলড এবং একক সিলিন্ডার ও ৪-স্ট্রোক । 


এই ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি হচ্ছে 7.7 PS @ 7500 rpm এবং সর্বোচ্চ টর্ক 8.24 Nm @ 5500 rpm । ৪ গতির গিয়ার বক্স সেট করা আছে । জ্বালানী সরবরাহ কার্বুরেটর দ্বারা এবং কিক দ্বারা স্টার্টের জন্যে সেট করা আছে।


টিউব দ্বারা চাকা তৈরি করা হয়েছে এবং ফুয়েল ধারন ক্ষমতা ১০.৫ লিটার পর্যন্ত একটি মাত্র সিলিন্ডার দেওয়া হয়েছে এই বাজাজ সিটি ১০০ কেএস মোটরসাইকেলটিতে । 


বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ এর ফিচারসমূহ

  • ইঞ্জিন টাইপ - এয়ার কুলড, একক সিলিন্ডার, 4-স্ট্রোক
  • ডিসপ্লেম্যান্ট - 102cc
  • সর্বোচ্চ শক্তি - 7.7 PS @ 7500 rpm
  • সর্বোচ্চ টর্ক - 8.24 Nm @ 5500 rpm
  • সিলিন্ডারের সংখ্যা - 1
  • কুলিং সিস্টেম - এয়ার কুলড
  • ভালভ প্রতি সিলিন্ডার - 2
  • ড্রাইভ টাইপ - চেইন ড্রাইভ
  • স্টার্ট - কিক স্টার্ট
  • জ্বালানী সরবরাহ কার্বুরেটর
  • ক্লাচ - ওয়েট, মাল্টি প্লেট
  • ট্রান্সমিশন - ম্যানুয়াল
  • গিয়ার বক্স - 4 গতি
  • বোর - 47 মিমি
  • স্ট্রোক - 58.8 মিমি
  • ARAI মাইলেজ - 89.5 Kmpl
  • সর্বোচ্চ গতি - 90 কিমি/ঘন্টা (প্রায়)

বাজাজ সিটি ১০০ কে এস বাংলাদেশ সম্পর্কে ভাল দিক আর মন্দ দিক । Pros and Cons

ভালদিক বা সুবিদা 

  • অত্যন্ত সাশ্রয়ী মূল্যের
  • কম চলমান খরচ
  • মিতব্যয়ী মোটর

মন্দ দিক বা অসুবিদা
  • টিউবলেস টায়ার নই 
  • ইলেক্ট্রিক স্টার্ট নাই 

বাজাজ মোটরসাইকেল দাম ২০২৪ বাংলাদেশ 

বাজাজ প্লাটিনা ১০০ কেএস - ৯৬৯০০/=

বাজাজ প্লাটিনা ১০০ ইএস - ১১৪,০০০/=

বাজাজ সিটি ১০০ কেএস - ৮৯,৫০০/=

বাজাজ সিটি ১০০ ইএস - ৯৯,৫০০

বাজাজ প্লাটিনা ১১০ এইচ গিয়ার - ১২৮,৫০০/=

বাজাজ ডিসকভার ১১০ ডিস্ক - ১৩৭,০০০/=

বাজাজ ডিসকভার ১১০ -  ১১১,৫০০/=

হোন্ডা একটিভ ৭জি - ৩৩,৫৩৫/=

এইচ পাওয়ার সুপার আর ১১০ -  ৭৫,০০০/=



বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ

রানার স্কুটি ১১০ - ১০৮,০০০/=

এটলাস জংশেন জেট এস ১১০-৭২ - ৮৯,০০০/=

এটলাস জংশেন জেট এস ১১০-৫৬ - ৮৯,০০০/=

এস ওয়াই এম টিনি ১১০ - ১৩৮,০০০/= 

হোন্ডা ডিও ১১০ - ১৮৫,৯০০/=

বাজাজ প্লাটিনা  ১১০ এইচ গিয়ার - ১২৮,৫০০/=

বাজাজ ডিসকভার ১১০ ডিস্ক - ১৩৭,০০০/=

বাজাজ ডিসকভার ১১০ - ১১১,৫০০/=

বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ লেখকের শেষ কথা

অবেশেষে না বললই নই যে, বাজাজ কোম্পানির গাড়ী ব্যবহার করাও অনন্য। দামেও সাশ্রয়ী এবং মানেও ভাল। তাছাড়াও বাজাজ সিটি ১০০ কেএস বাংলাদেশ সম্পর্কে এতক্ষন আপনারা জানলেন এবং আমরা চেষ্টা করেছি বাজাজ কোম্পানির কিছু মোটরসাইকেলের মডেল এবং বাজাজ মোটরসাইকেল দাম সম্পর্কে তুলে ধরার।     আশা করি আপনাদের ভাল লেগেছে।  তাই আমাদের সাথেই থাকার জন্যে ধন্যবাদ । 

আপনার জন্যেঃ বাজাজ সিটি দাম কত বাংলাদেশ ২০২৪


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪