সূচীপত্রঃমুঠোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব নিয়ে বলতে হলে, দুই দিকে বিবেচনা করেই বলতে হয় । একটি হচ্ছে মুঠোফোনের নিরাপদের গুরুত্ব আরেকটি হল মুঠোফোন ব্যবহারকারীর গুরুত্ব । যে হারে হ্যাকিং বৃদ্ধি পাচ্ছে তার সাথে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হচ্ছে সব পরিবর্তনের মূল হিসেবে মুঠোফোন কে ধরা যায় । আমরা এই আর্টিকেলে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব নিয়ে বিভিন্ন দিক আলোচনা করার চেষ্টা করবো ।যেমন
আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ, মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতনতা, পরিবারের জন্য মুঠোফোন কতটুকু নিরাপদ, পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ নিয়ে, মুঠোফোনের নিরাপদ ব্যবহারের দুটি উপায়, মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ১০টি কৌশল এবং মুঠোফোনের নিরাপদ ব্যবহারে মানুষের মনের গুরুত্ব নিয়ে ও ধারনা দেওয়ার চেষ্টা করবো তাই সাথেই থাকুন ।
আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ
মুঠোফোন নিরাপদ ব্যবহারে যে বিষয়গুলি লক্ষ্য রাখা জরুরি
- পরিবারের মুঠোফোনের নিরাপত্তা সেটিং ঠিক করুন
- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
- অপ্রয়োজনীয় সফটওয়ার ব্যবহার থেকে বিরত থাকুন
- যেখানে সেখানে ফ্রি এবং অপরিচিত ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন
- অরিজিনাল চার্জার ব্যবহার করুন
- অপারেটিং সিস্টেম ও সফটওয়ার আপডেট করুন প্রায় সময়
- সোশ্যাল মিডিয়াগুলিতে টু ফ্যাক্টর অথন্টিকেশন চালু করুন
মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতনতা
- বেশিক্ষন মুঠোফোনের আলাপ থেকে বিরত থাকুন
- বেশিক্ষন কথা বলার চেয়ে টেক্সট দিয়ে আলাপ করার অভ্যাস গঠন করুন
- প্রয়োজন ছাড়া মোবাইলের ডাটা কানেকশান অথবা ওয়াইফাই কানেকশান বন্ধ রাখুন
- হেডফোন দিয়ে কথা বলার অভ্যাস করুন
- মুঠোফোনের নিরাপত্তা বিভাগের প্রয়োজনীয় সেটিং গুলি ঠিক করুন
- মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট চালু রাখুন
- যত্রতত্র ওয়াইফাই ব্যবহারে সচেতন হোন
- আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিতে সচেতন হোন
- মুঠোফোনের সফটওয়ার নিয়মিত বা সাপ্তাহিক ভাবে আপডেট করুন সাথে অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহারে সচেতন হোন এতে করে নিজের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে গোপনীয়তা ও রক্ষা থাকবে ।
- ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ব্যবহার থেকে নিজেকে দূরে রাখুন ।
- মুঠোফোনে থাকা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াগুলির টু-ফ্যাক্টর অথন্টিকেশন চালু করে রাখুন
- নিজের ব্যক্তিগত ডাটা সুরক্ষার্থে পেইড এন্টিভাইরাস ব্যবহার করুন
পরিবারের জন্য মুঠোফোন কতটুকু নিরাপদ
- পরিবারের মুঠোফোন নিরাপদ রাখার ক্ষেত্রে মুঠোফোনের নিরাপত্তা সেটিং সঠিকভাবে করে রাখুন ।
- ব্যক্তিগত নেটওয়ার্ক সুরক্ষা রাখুন যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে বিশেষ করে ওয়াইফাই ।
- আপনার সন্তান এডাল্ট কিছু দেখছে কিনা সেই দিকে একটু লক্ষ্য রাখুন ।
- আপনার সোশাল মিডিয়াগুলিতে টু-ফ্যাক্টর অথন্টিকেশন চালু করে রাখুন ।
- পরিবারের ব্যক্তিগত তথ্য যেমন ছবি বা ভিডিও যেন অন্য কেউ দেখতে না পারে বা এন্ট্রি নিতে না পারে সেক্ষেত্রে শক্ত পাসওয়ার্ড সেট করুন ।
- অনিরাপদ ওয়াইফাই ব্যবহার থেকে দূরে থাকুন ।
- অনিরাপদ অ্যাপস অথবা ফ্যাক লিংকে অথবা লোভনীয় কোন অস্লীল দৃশ্যতে ক্লিক করা থেকে বিরত থাকুন ।
- পরিবারের সন্তাদের সাইবার বুলিং এবং অনিরাপদ বিষয়গুলি সম্পর্কে সচেতন করুন ।
মুঠোফোনের নিরাপদ ব্যবহারের দুটি উপায়
মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ১০টি কৌশল
- আপনার হাতের মুঠোফোনের নিরাপত্তা ভালোভাবে সেটিং করুন
- নিজের এবং সঠিক এম্পেয়ারের চার্জার ছাড়া অন্য কোন চার্জার দিয়ে চার্জ দেওয়া থেকে দূরে থাকুন
- আপনার মুঠোফোনের শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন অথবা ফিংগারপ্রিন্ট বা ফেইসলক করলে আরো ভালো ।
- মুঠোফোনের এন্টিভাইরাস অথবা ম্যালোয়ার থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন
- সেলুলার ডাটা অথবা ওয়াইফাই অকারনে বন্ধ রাখুন
- অন্য কারো বা অপরিচিত ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকুন
- অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহারের থেকে দূরে থাকুন কেবল নির্দিষ্ট উৎস গ্যারান্টড থেকে অ্যাপস ডাউনলোড করুন
- অবাঞ্ছিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
- মুঠোফোনের অপারেটিং সিস্টেম এবং সফটওয়ার নিয়মিত আপডেট রাখুন
- ব্যক্তিগত তথ্য যেমন ( আইডি পাসওয়ার্ড অথবা ব্যাংক ) কারো কাছে শেয়ার থেকে বিরত থাকুন
মুঠোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব নিয়ে মানুষের সবচেয়ে বেশি করা প্রশ্ন (FAQ)
হ্যাঁ, অ্যান্টিভাইরাস ব্যবহারের ফলে আপনার মুঠোফোনের ম্যালওয়্যার ভাইরাস এট্যাক করলে তাকে থেকে আপনার ফোন নিরাপদ থাকে।
খুব সহজে বলা যায় যে, অজানা অ্যাপ থেকে বিরত থাকলে ও স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকিং থেকে রক্ষা পাওয়া যায়।
দ্রুত Find My Device চালু করে লোকেশন ট্র্যাক ও ডেটা রিমোটলি ডিলিট করতে হবে।
মুঠোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব নিয়ে উপসংহার
পরিশেষে বলবো মুঠোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব বিষয়ে অনেক কথা বলেছি । তাই পরিশেষে বলবো স্মার্টভাবে মোবাইল ব্যবহার মানেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। এখনই সচেতন হোন নিজের হাতের মুঠোফোন কে সুরক্ষিত রাখুন। আর হ্যা যদি আপনাদের আরো কিছু মোবাইল বিষয়ে জানার থাকে তাহলে আমাদের কে জানাতে ভুল করবেন না আমরা আপনাদের পাশেই আছি সর্বক্ষণ। ম্যাসেজ করুন এবং কমেন্ট করুন।
{“@context”:”https://schema.org”,”@type”:”FAQPage”,”mainEntity”:[{“@type”:”Question”,”name”:”মোবাইলে অ্যান্টিভাইরাস কি লাগবে ?”,”acceptedAnswer”:{“@type”:”Answer”,”text”:”হ্যাঁ, অ্যান্টিভাইরাস ব্যবহারের ফলে আপনার মুঠোফোনের ম্যালওয়্যার ভাইরাস এট্যাক করলে তাকে থেকে আপনার ফোন নিরাপদ থাকে।”}},{“@type”:”Question”,”name”:”কি করলে ফোন হ্যাক হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে ?”,”acceptedAnswer”:{“@type”:”Answer”,”text”:”খুব সহজে বলা যায় যে, অজানা অ্যাপ থেকে বিরত থাকলে ও স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকিং থেকে রক্ষা পাওয়া যায়।”}},{“@type”:”Question”,”name”:”যদি ফোন হারিয়ে যায়, তখন করণীয় কী ?”,”acceptedAnswer”:{“@type”:”Answer”,”text”:”দ্রুত Find My Device চালু করে লোকেশন ট্র্যাক ও ডেটা রিমোটলি ডিলিট করতে হবে।”}}]}



